সিবিআইয়ের নজরে থাকা RG করের আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে রাজ্যকে
হিন্দুস্তান টাইমস | ৩০ সেপ্টেম্বর ২০২৪
আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণে ঘটনা ও হাসপাতালে দুর্নীতিতে তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের ছুটিতে পাঠাতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার আরজি কর মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কারা কারা তদন্তের আওতায় রয়েছেন তা সিবিআই রাজ্যকে চিঠি দিয়ে জানাবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
এদিন আদালতে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার প্রসঙ্গে সওয়ালের সময় জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, ‘জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলেও তাঁরা আতঙ্কিত। কারণ আরজি কর মেডিক্যালে যাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করছে তাদের অনেকে এখনও গুরুত্বপূর্ণ পদে আসীন। তদন্ত চলাকালীন তাঁদের পদ থেকে সাসপেন্ড করা উচিত ছিল রাজ্য সরকারের। কিন্তু তারা তা করেননি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গেই জুনিয়র ডাক্তাররা কাজ করবেন এটা কী করে হতে পারে? সাসপেন্ড করা না হোক, অন্তত ছুটিতে পাঠানো উচিত তাঁদের।’
জবাবে রাজ্যের আইনজীবী বলেন, ‘ঘটনার তদন্ত করছে সিবিআই। ফলে কারা কারা তদন্তের আওতায় রয়েছেন তা রাজ্যের পক্ষে জানা সম্ভব নয়।’ একথা শুনে প্রধান বিচারপতি বলেন, ‘সিবিআই রাজ্যকে নথি দিয়ে কারা কারা তদন্তের আওতায় রয়েছে তা জানাবে। সেই অনুসারে পদক্ষেপ করতে হবে রাজ্যকে।’ রাজ্যের তরফে জানান ইতিমধ্যে ৫ জনকে সাসপেন্ড করা হয়েছে। অভিযুক্তরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে সমস্যা নেই রাজ্যের। এর পর কাদের সাসপেন্ড করা হয়েছে তার নামের তালিকা তলব করে আদালত।
এদিন আদালতে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরেছেন কি না তা নিয়ে তুমুল বিতণ্ডা হয়। জুনিয়র চিকিৎসরা সম্পূর্ণ পরিষেবা দিচ্ছেন বলে দাবি করেন ইন্দিরা জয়সিং। পালটা রাজ্যের তরফে দাবি করা হয়, আংশিকভাবে কাজে ফিরেছেন তাঁরা। আদালত জানিয়েছে, জুনিয়র চিকিৎসকদের সম্পূর্ণভাবে কাজে ফেরা উচিত।