একগুচ্ছ অভিযোগ তুলে মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি-সহ মোট ১০ দফা বিষয়ে সরকারের তরফে সুস্পষ্ট কোনও ইঙ্গিত না পাওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্ট।সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির দিকে নজর রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এরপর সোমবার গভীর রাত থেকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের জেনারেল বডি (জিবি)-র বৈঠক চলে। প্রায় ৮ ঘণ্টা চলে এই বৈঠক। বৈঠক শেষে মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দেওয়া হয়। চিকিৎসকদের তরফে ১০ দফা দাবি পেশ করা হয়েছে। সেই সমস্ত দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানানো হয় জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে।
এই ১০ দফা দাবিগুলির মধ্যে রয়েছে দীর্ঘ সময় না নিয়ে দ্রুত ও স্বচ্ছভাবে আরজি কর কাণ্ডে ন্যায়বিচার, রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু, স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতালগুলিতে সিভিক ভলান্টিয়ারের পরিবর্তে স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ নিয়োগ, চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ, থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি বসিয়ে তাঁদের শাস্তির ব্যবস্থা করা।
এ দিকে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, শুধু জরুরি বা অত্যাবশ্যক পরিষেবা নয়, হাসপাতালে রোগীদের চিকিৎসা, ওপিডিতে রোগী দেখার কাজ করতে হবে জুনিয়র ডাক্তারদের। কোনও শিশু সাধারণ রোগ নিয়ে চিকিৎসা করাতে এলে তাঁদের জুনিয়র চিকিৎসকরা দেখবেন না তা হয় না।