• আসানসোলে চলন্ত পুলকারে আগুন, অল্পের জন্যে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা
    এই সময় | ০১ অক্টোবর ২০২৪
  • আসানসোলে আচমকাই চলন্ত পুলকারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অল্পের জন্য প্রাণে বাঁচল বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, ওই পুলকারে ৮ জন স্কুল পড়ুয়া ছিল। প্রাণে বেঁচেছেন পুলকার চালকও। মঙ্গলবার সকালে আসানসোলের জিটি রোডের কাঁকড়শোল এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনায় উদ্বিগ্ন পড়ুয়ার অভিভাবকরা। পুলকারের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, এ দিন সকালে কুলটির নিয়ামতপুর থেকে আসানসোলের একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল একটি পুলকার। আসানসোলের জিটি রোডের কাঁকড়শোল এলাকায় পুলকার থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে শুরু করে। তা দেখে পুলকার চালক গাড়ি থামিয়ে দেন। তিনিই তৎপরতার সঙ্গে পুলকার থেকে পড়ুয়াদের নামিয়ে দেন। এর কিছুক্ষণের মধ্যে পুলকারে আগুন ধরে যায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ । পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । পুলিশ জানায়, পুলকারে থাকা সব পড়ুয়া সুরক্ষিত রয়েছে। তাদের ও পুলকার চালককে অন্য গাড়ি করে আসানসোলে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, যান্ত্রিক কোনও ত্রুটির কারণে পুলকারে আগুন লাগে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে সংস্থার হয়ে পুলকারটি ভাড়া করা হয়েছিল তাদের সঙ্গেও কথা বলা হবে। জেলা পুলিশের এক কর্তা বলেন, কারও কোনও গাফিলতি রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

    ওই স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নিজস্ব কোনও পুলকার নেই। অভিভাবকরা নিজেরাই পুলকার ঠিক করে পড়ুয়াদের স্কুলে পাঠিয়ে থাকেন। এ দিনের ঘটনায় ওই পুলকারে থাকা পড়ুয়ারা কোনও রকমে রক্ষা পেয়েছে। তবে তাদের অনেকেরই স্কুলের ব্যাগ, বইখাতা পুড়ে গিয়েছে। স্কুলের এক শিক্ষক জানান, পুলকার ভাড়া করার সময় অভিভাবকদের উচিত গাড়ির ফিটনেস ঠিক আছে কি না তা দেখে নেওয়া।
  • Link to this news (এই সময়)