• মাওবাদী যোগ সন্দেহে কলকাতা-সহ বাংলায় একাধিক জায়গায় NIA তল্লাশি
    এই সময় | ০১ অক্টোবর ২০২৪
  • মাওবাদী সংগঠনের সঙ্গে কারা যুক্ত, কী ভাবে, কাদের কাছ থেকে তারা টাকা পাচ্ছে, সেই সংক্রান্ত তদন্তে নেমে মঙ্গলবার রাজ্যের ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে NIA। নেতাজি নগর, পানিহাটি, ব্যারাকপুর, সোদপুর, আসানসোল-সহ আরও নানা জায়গায় তল্লাশি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তকারীদের আতস কাচের তলায় রয়েছেন ২ মহিলা। পূর্ব ভারতে মাওবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য তাঁরা টাকা জোগাড় করতেন বলে অনুমান তদন্তকারীদের।

    সূত্রের খবর, এ দিন পানিহাটির পল্লিশ্রীতে শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে তল্লাশি চালায় NIA। ৩১ নম্বর ওয়ার্ডে তাঁর বাড়ি। মঙ্গলবার ভোরে ৪ জন NIA আধিকারিক তল্লাশি চালান তাঁর বাড়িতে। শিপ্রা চক্রবর্তী এবং তাঁর স্বামী মনোবেশ সরকারের গতিবিধিদের উপর নজর তদন্তকারীদের।

    পাশাপাশি এ দিন আসানসোলের কুলটির দিসেরগড় গ্রামের সুদীপ্তা পালের বাড়িতে তল্লাশি চালায় NIA। তিনি ভাড়া বাড়িতে থাকেন। মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা তাঁর বাড়িতে আসেন। প্রায় ৪ ঘণ্টা চলে তল্লাশি। সুদীপ্তা বলেন, ‘ওরা আমার স্মার্টফোন এবং হার্ডডিস্ক নিয়ে গিয়েছে। বিকল্প কোনও হার্ডডিস্কও দেয়নি। আমরা গণতান্ত্রিক দেশে থাকি। এটা আমার প্রাপ্য। কাজ করতে অসুবিধা হবে।’

    রাঁচির একটি ঘটনার প্রেক্ষিতে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয় বলে দাবি করেছেন তিনি। সুদীপ্তার কথায়, ‘সার্চ ওয়ারেন্টে তাই লেখা ছিল।’ এই মহিলাদের সঙ্গে মাওবাদী সংগঠনের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
  • Link to this news (এই সময়)