মহালয়ার আগে সস্তা সোনা, আজ ২২ ও ২৪ ক্যারেটের দাম কত? জেনে নিন
আজ তক | ০১ অক্টোবর ২০২৪
Gold Rate Today: সামনে উৎসব, আর তারপরই বিয়ের মরশুম। এই সময়ে সোনার চাহিদা থাকবে তুঙ্গে। মহালয়ার আগে অনেকটা সস্তা হল সোনার দাম। আগামিকাল মহালায়া, তার আগে আজ অনেকে সোনা কিনতে যাবেন। তাই জেনে নিন কলকাতায় আজ, মঙ্গলবার অর্থাৎ ১ অক্টোবর সোনার দাম কত রয়েছে।
আজ, মাসের প্রথম দিনে, দেশে মঙ্গলবার ১ অক্টোবর সোনার দাম সস্তা হয়েছে। ১০ গ্রাম সোনার দর ১৭০ টাকা কমেছে। বৃহস্পতিবার থেকে দেশে নবরাত্রি শুরু হচ্ছে। নবরাত্রির আগে সোনার দাম একটু কম হওয়া সাধারণ মানুষকে স্বস্তি দিতে পারে। দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, লখনউ, জয়পুর, মুম্বই, কলকাতার মতো জায়গায় ২২ ক্যারেট সোনা প্রায় ৭০,৯০০ টাকা লেনদেন হচ্ছে। ২৪ ক্যারেট সোনার দর ৭৭,২০০ টাকার উপরে লেনদেন হচ্ছে। রুপোর দর লেনদেন হচ্ছে ৯৪,৯০০ টাকায়।
আজ কলকাতায় সোনার দাম
কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৭৭,২৩০ টাকা। ২২ ক্যারেট গয়না সোনার খুচরো মূল্য প্রতি ১০ গ্রাম ৭০,৭৯০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি। গয়না সোনা কিনলে দিতে হবে মেকিং চার্জ।
বিনিয়োগের জন্য সোনা কখন কিনবেন?
যদি বিনিয়োগ করতে হয় তাহলে কিছু মাস অপেক্ষা করে যান। এই সময়ে সোনার দাম অনেকটাই বেশি থাকবে। গয়না সোনা কিনতে হলে আজই কিনে নেন। এরপর আরও বাড়ার সম্ভাবনা আছে।
মেকিং চার্জ এবং ট্যাক্স আলাদাভাবে আরোপ করা হয়
সোনা এবং রুপোর হারগুলি চার্জ না করে এবং GST ছাড়াই উদ্ধৃত করা হয়েছে। ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশন প্রতিদিন সোনা ও রূপার দাম সম্পর্কে তথ্য দেয়। এখানে ট্যাক্স এবং মেকিং চার্জ ছাড়াই সোনা এবং রুপোর হার বলা হয়েছে। IBJA দ্বারা জারি করা হার সমগ্র দেশের জন্য একই। এতে কোনো জিএসটি অন্তর্ভুক্ত নেই। যদি সোনা বা রুপো কিনলে বা পান তবে আলাদাভাবে জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে।