• পুজোর কলকাতায় আসছেন ভারতের গর্ব মনু ভাকের, যাবেন শ্রীভূমিতেও
    আজ তক | ০১ অক্টোবর ২০২৪
  • রাত পোহালেই মহালয়া। পুজো একেবারে দোরগোড়ায়। আজ অর্থাত্‍ মঙ্গলবার কলকাতার অন্যতম মেগা পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর প্রতিবাদের আবহে মানুষ কতটা উত্‍সবে ফিরবেন, তা নিয়ে খানিক সংশয় থাকলেও, পুজোয় শ্রীভূমির চমকে ভাঁটা পড়ছে না। যার নির্যাস, শ্রীভূমির পুজো দেখতে আসেন অলিম্পিকে (Paris 2024 Olympics) পদকজয়ী ভারতীয় শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই কলকাতায় আসবেন প্যারিস অলিম্পিক তারকা শ্যুটার মনু ভাকের।

    দুর্গাপুজোর কলকাতায় মনু আসছেন

    প্যারিস অলিম্পিকে দুটি পদক পেয়েছেন মনু। একই ইভেন্টে জোড়া পদক পাওয়া প্রথম ভারতীয়। সেই তারকা কন্যা আসছে কলকাতায়। কলকাতার দুর্গাপুজোর অনুভূতি নিতে মনুর আগমন। তিনি দুদিন থাকবেন কলকাতায়। যা জানা যাচ্ছে, আগামী ৫ অক্টোবর অর্থাত্‍ শনিবার কলকাতায় আসছেন মনু ভাকের। প্রথম দিন তিনি যাবেন শ্রীভূমির পুজো দেখতে। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো শ্রীভূমি বরাবরই অন্যতম আকর্ষণ। এবারও থাকছে চমক। তিরুপতির মন্দির শ্রীভূমির থিম। কলকাতার বুকে তৈরি হচ্ছে আস্ত তিরুপতির মন্দির। বিমানবন্দর থেকেই সোজা শ্রীভূমিতে চলে যাবেন মনু ভাকের।

    মনু যাবেন বারুইপুরেও

    ওই দিনই মনু দেখা করবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মহিলা ফুটবলারদের সঙ্গে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পুজো দেখতে বারুইপুরে পদ্মপুকুরেও যাবেন মনু। অতীতে অলিম্পিকে ভারতের সোনাজয়ী তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এসেছেন দুর্গাপুজোর কলকাতায়। আন্তর্জাতিক ফুটবল তারকা পেলে, মারাদোনা, ভালদেরামা, রোনাল্ডিনহো, মেসির মতো ব্যক্তিত্বরাও কলকাতা এসেছেন।

    আজ শ্রীভূমির পুজো উদ্বোধনে মমতা 

    আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ শ্রীভূমির পুজোমণ্ডপে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেখান থেকেই দমকলমন্ত্রী সুজিত বসুকে পাশে নিয়ে শ্রীভূমির পুজো উদ্বোধন করার পাশাপাশি এই মঞ্চ থেকেই রাজ্যের তিনটি দমকলকেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। একটি দমকল কেন্দ্রের উদ্বোধন হবে বীরভূমের দুবরাজপুরে ৷ অন্য দু’টি হবে আলিপুরদুয়ারের বীরপাড়ায়।

    আগামিকাল অর্থাত্‍ মহালয়ায় ভার্চুয়াল মাধ্যমে জেলার প্রায় এক হাজারের বেশি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চেতলা অগ্রণী ক্লাব তথা ফিরহাদ হাকিমের পুজোর উদ্বোধন তথা দেবী মূর্তির চক্ষুদান করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
     
  • Link to this news (আজ তক)