• 'বাধ্য় হয়ে পূর্ণ কর্মবিরতিতে ফিরছি', সুরক্ষা না পেলে কাজ নয় ঘোষণা জুনিয়র চিকিৎসদের
    আজ তক | ০১ অক্টোবর ২০২৪
  • Junior Doctors Strike to Continue: সুরক্ষা না পেলে কাজ নয়, এই মর্মে ফের পূর্ণ কর্মবিরতিতে ফিরলেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের দাবি, কাজের জায়গায় ভয়ের পরিবেশ নির্মূল হওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না। সাগর দত্তের ঘটনাকে সামনে রেখে তাঁরা দাবি করেন, বাধ্য হয়েই কর্ম বিরতিতে ফিরছেন তাঁরা। কতদিন কর্মবিরতি চালাবেন তাও সুস্পষ্ট করে দেন।

    মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকেরা জানান, "শুধুমাত্র কাগুজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি, করছি না। আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তনের জন্য। আমাদের কাজে ফেরার জন্য কাজের পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনও। একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্তের ঘটনা থেকে। শাসক দলের বিধায়কদের হুমকির মুখে দাঁড়িয়ে আমরা প্রমাণ পাচ্ছি ভয়হীন পরিবেশ এখনও পাইনি। আরও একটা অভয়ার ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে, এই ভয়ের রাজনীতি উপরে ফেলে ছাড়া আর কোনও উপায় নেই। স্বাস্থ্য ক্ষেত্রে চালু সিন্ডিকেটের বিরুদ্ধে কোনও তদন্ত শুরু হয়নি। যে কারণে বাধ্য হয়ে আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতিতে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি কর্ম বিরতি চালিয়ে যাব।"

    মঙ্গলবার রাতভর টানা ৮ ঘণ্টা জিবি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। নিরাপত্তা, থ্রেট কালচার এখনও বন্ধ হয়নি। যে কারণে এই সিদ্ধান্ত দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। মঙ্গলবার সকালে  এই সংক্রান্ত সাংবাদিক বৈঠক করেন। সেখানে পূর্ণ কর্মবিরতিতে ফেরার কথা জানান। মোট ১০ দফা দাবি করেছেন চিকিৎসকেরা। এর আগে ৭ দফা দাবি ছিল তাঁদের। সেই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা।
  • Link to this news (আজ তক)