• মাওবাদী নেতা সব্যসাচীর ঘনিষ্ঠরা রাজ্যে লুকিয়ে! খোঁজ চালাচ্ছে এনআইএ  
    বর্তমান | ০১ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন আগামী ২ বছরের মধ্যে দেশে মাওবাদী বলে কিছুই থাকবে না। তারপরই দেখা যায় দেশজুড়ে মাওবাদী নিকেশের অভিযানে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি, পুলিস ও জওয়ানরা। সেই মতোই আজ, মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ। এজেন্সি সূত্রে খবর, মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামীর ঘনিষ্ঠদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। আসানসোলের কুলটি, মহেশতলা, নেতাজি নগর, ঘোলা, সরশুনা, সোদপুর, জগদ্দলে তল্লাশি চালাচ্ছে এনআইএ। কিছুদিন আগেই কেন্দ্রীয় এজেন্সি জানতে পারে মাওবাদীরা উত্তর ভারতে সংগঠন তৈরি করছে। সদস্য সংগ্রহ, তহবিল জোগাড় ও প্রশিক্ষণের কাজ চলছে ঝাড়খণ্ডে বসেই। সেই খবর পেয়েই, চলতি বছরের আগস্ট মাসে ঝাড়খণ্ডের রাঁচিতে জাতীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালায়। গ্রেপ্তার করা হয় মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামীকে। পরবর্তীতে জাতীয় তদন্তকারী সংস্থা জানতে পারে সব্যসাচী ঘনিষ্ঠ মাওবাদী নেতারা কলকাতাতেও বেশ কয়েকটি বৈঠক করেছেন। পশ্চিমবঙ্গের সংগঠনকে চাঙ্গা করার জন্যই এই বৈঠক বলে জানা যায়। সেই বৈঠকে কারা ছিলেন? খোঁজ চালাচ্ছ এনআইএ। একই সঙ্গে মাওবাদী নেতা সব্যসাচী ঘনিষ্ঠরা রয়েছেন পশ্চিমবঙ্গে? সেই তথ্যও উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। তারই পরিপ্রেক্ষিতে আজ, মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে এনআইএ।
  • Link to this news (বর্তমান)