• রাস্তায় ঝুলে ছিল বিদ্যুতের তার, সাতসকালে মর্মান্তিক পরিণতি ২ তরুণীর
    ২৪ ঘন্টা | ০১ অক্টোবর ২০২৪
  • অরূপ বসাক: সকালে পিকআপ ভ্যানে চেপে কাজে যাবার সময় বিদ্যুতের ঝুলন্ত তারে শক লেগে মৃত্যু হোল দুই কিশোরীর। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া বস্তি এলাকায়। মৃতাদের নাম আলিশা ওঁরাও (১৯) এবং আনিসা ওঁরাও (১৯)। মৃতদের বাড়ি নেওড়া চা বাগান সংলগ্ন এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাজার থেকে বড়দিঘী বাজার হয়ে লাটাগুড়ি যাবার রাজ্য সড়কে সোমবার গভীর রাতে কোনও একটি গাড়ি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। আর তাতেই বিদ্যুতের তার অনেকটাই নিচে ঝুলে পড়ে। মঙ্গলবার সকালে একটি পিকআপ ভ্যানে চেপে সাতজন নেওড়া বস্তি থেকে টুন বাড়ি চা বাগানের উদ্দেশ্যে কাজে যাবার সময় দুর্ঘটনাটি ঘটে। ঝুলন্ত অবস্থায় থাকা বিদ্যুতের তার চালক বুঝতে না পাড়ায় পিকআপ ভ্যানের পেছনে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের সঙ্গে বিদ্যুতের তারের সংস্পর্শ ঘটে। আর এতে আহত হন পিক আপ ভ্যানে থাকা যাত্রীদের কয়েকজন।

    আহতদের দ্রুত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ যুবতীকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গেছে, বিদ্যুতের তার অনেকটাই নীচে ঝুলে থাকার কারণে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    এদিকে, এনিয়ে স্থানীয় মানুষজন বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কথা তুলেছেন। পুলিস জানিয়েছে, রাতে কোন একটি গাড়ি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরেছিল। আজ সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এদিনের এই মর্মান্তিক দুর্ঘটনায় নেওড়া বস্তি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের তরফে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও উঠেছে।

  • Link to this news (২৪ ঘন্টা)