পুজোর মুখেই বড় সিদ্ধান্ত, একাধিক IPS-কে বদলি নবান্নের
এই সময় | ০১ অক্টোবর ২০২৪
পুজোর মুখেই রাজ্য ও কলকাতা পুলিশে ফের রদবদল। আরজি কর কাণ্ডের পরেই পুলিশের একাধিক শীর্ষপদে রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, পুজোর মুখেই ফের রদবদল তাৎপর্যপূর্ণ বলে ধারণা পুলিশ মহলে।কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার হলেন দেবেন্দ্র কুমার সিং। যিনি আইজিপি ট্রাফিক পদে ছিলেন। আইজিপি ট্রাফিক হলেন গৌরব শর্মা। তিনি স্পেশাল টাস্ক ফোর্সের আইজিপি পদে ছিলেন। অন্যদিকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডিআইজি পদমর্যাদার অফিসার তথাগত বসুকে পাঠানো হল পুলিশ ডায়রেক্টরেটে।
এছাড়া, হাওড়া স্পেশাল রিসার্ভ পুলিশ থেকে স্পেশাল আর্মড পুলিশের সার্কেল অফিসার করা হলো পঙ্কজ কুমার দ্বিবেদীকে। কলকাতা আর্মড পুলিশের ডিসি মিস পুষ্পাকে পাঠানো হচ্ছে হাওড়ার স্পেশাল রিসার্ভ পুলিশে। কলকাতা পুলিশের কমব্যাট ব্র্যাঞ্চের ডিসি কুনওয়ার ভূষণ সিংকে পাঠানো হলো শিলিগুড়ি রিসার্ভ পুলিশে।
আরজি কর কাণ্ডের পর জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করার পর পুলিশে একাধিক পদে রদবদলের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরানো হয় বিনীত গোয়েলকে। তাঁকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএএফ)-এর এডিজি করা হয়। নতুন কমিশনার হন মনোজ ভার্মা। কলকাতা পুলিশের ডিসি (উত্তর) অভিষেক গুপ্তকে সরিয়ে ইএফআরের সেকেন্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার পদে পাঠানো হয়।
অন্যদিকে, রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) ছিলেন মনোজ ভার্মা। তাঁর জায়গায় নতুন এডিজি (আইনশৃঙ্খলা) করা হয় জাভেদ শামিমকে। তিনি এত দিন ছিলেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (আইবি)-এর এডিজি। সেই পদে আনা হয় জ্ঞানবন্ত সিংহকে। জ্ঞানবন্ত ছিলেন ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-এর ডিরেক্টর। রাজ্য পুলিশের এডিজি (এসটিএএফ) পদে এত দিন ছিলেন ত্রিপুরারি অথর্ব। তাঁকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস-এর ডিরেক্টর পদে বসানো হয়।