• ‘আমি অজ্ঞ…মুখে হাসি না থাকলে’ প্রতিবাদের কলকাতায় শ্রীভূমিতে উৎসবের উদ্বোধনে মমতা
    হিন্দুস্তান টাইমস | ০১ অক্টোবর ২০২৪
  • দেশ জুড়ে আরজি কর প্রতিবাদের ঝড় এখনও বইছে। মঙ্গলবারও কলকাতায় বিরাট মিছিল বের হয়। সেই মিছিলে সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে বাংলার মুখ্য়মন্ত্রী আগেই বলেছিলেন উৎসবে ফিরুন। 

    রাত পোহালেই মহালয়া। তার আগেই উৎসবের সূচনা করলেন বাংলার মুখ্য়মন্ত্রী। বলে রাখা ভালো পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নয়। তিনি উৎসবের সূচনা করলেন। নিজেই জানিয়ে দিয়েছেন সেকথা। শ্রীভূমির উৎসবের উদ্বোধন করলেন তিনি। 

    সেই সঙ্গেই শ্রীভূমির পুজো উপলক্ষে প্রতিবারই প্রচুর ভিড় হয়। সেটা নিয়েও সতর্ক করে দিলেন মমতা। তিনি বলেন, কারও যেন ফ্লাইট মিস না হয় সেটা উদ্যোক্তাদের দেখতে হবে। 

    এদিকে পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে নানা সময়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে এবার এনিয়ে যথেষ্ট সতর্ক মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না। ধর্ম শাস্ত্র এসব আমিও কিছুটা জানি…আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবেন মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্য়মন্ত্রী। এত বোকা মমতা বন্দ্যোপাধ্য়ায় নন। মঙ্গলবার বিকালে শ্রীভূমির উৎসবের সূচনা করলেন মমতা। 

    মমতা বলেন, সবাই সুন্দর থাকুন। লাবণ্যে ভরা আপনাদের পুজো।…আগে মানুষের মতো মানুষ হোক। মানবিকতাকে প্রণাম। তিনি বলেন জয় মা দুর্গার জয়। জয় বাংলার জয়। 

    এবার তিরুপতির বালাজি মন্দিরের আদলে তৈরি হয়েছে শ্রীভূমির পুজো। বিরাট মণ্ডপ। বেশ দৃষ্টিনন্দন মণ্ডপ। এদিকে শ্রীভূমিতে গিয়ে ঢাক বাজান মমতা। অনেকেই সেই ছবি মোবাইলবন্দি করার চেষ্টা করেন। তবে এদিন ঠাকুরের উদ্বোধন করেননি মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি শ্রীভূমির উৎসবের উদ্বোধন করেন। এদিন তাঁর পাশে মন্ত্রী সুজিত বসু ছিলেন। পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। 

    একদিকে কলকাতায় যখন প্রতিবাদ মিছিলে মুখর তখন উৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মহালয়ার আগেই শুরু হল উৎসব। শ্রীভূমির মণ্ডপের দরজা খুলে দেওয়া হল দর্শনার্থীদের জন্য। 

    মমতা বলেন, এখানে অনেক অতিথি রয়েছেন। সবার আগে নচিকেতার নাম বলতে হয়। নচিকে আমি নাচি নাচি বলি। অনেক গান গেয়েছে। আমারও এবার পুজো সংখ্য়ার ক্যাসেটে গান গেয়েছে। শুনবেন নিশ্চয়। …ব্রাত্যর নামটা কি ভুলে গেলাম..বলেছি। আপনারা জানেন পুজো মণ্ডপ উদ্বোধন করি না। মহালয়ার পরে সেই কাজটা করি। বীরপাড়ায় ও দুবরাজপুরে ফায়ার ব্রিগেডের বাইকের উদ্বোধন রয়েছে। বন্যাত্রাণের নানা দিক সম্পর্কে উল্লেখ করেন মমতা। মানুষের মুখে হাসি না থাকলে কারোর মুখে হাসি থাকে না, দেবীর মুখেও হাসি থাকে না। বললেন মমতা। তিনি বলেন আমি বিজ্ঞ নই আমি অজ্ঞ….'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)