কলকাতার ন্যাশানাল মেডিক্যালে আগুন, ধোঁয়ায় ঢাকল চারদিক
হিন্দুস্তান টাইমস | ০১ অক্টোবর ২০২৪
ন্যাশানাল মেডিক্যালে আগুন। ন্যাশানাল মেডিক্যালের চক্ষু বিভাগে আগুন। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তবে আগুন লাগার কারণ স্পষ্টভাবে জানা যায়নি। মনে করা হচ্ছে বৈদ্যুতিক কোনও সরঞ্জাম থেকে এই আগুন লাগতে পারে। এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। তবে সূত্রের খবর, আগুনের উৎসস্থল খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
তবে হাসপাতালের একাংশে এই সাদা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। রোগীদের পরিজনদের একাংশের মধ্যেও আতঙ্ক ছড়ায়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বড় কোনও আগুনের ঘটনা হয়নি। তার আগেই নিয়ন্ত্রণ করা হয় পরিস্থিতি। মূলত ধোঁয়া বের হয়েছিল। তাতেই আতঙ্ক ছড়ায়।
এদিকে হাসপাতাল স্বাভাবিকভাবেই অত্যন্ত সংবেদনশীল এলাকা। প্রচুর রোগী ভর্তি থাকেন এখানে। হাসপাতালে আগুন লাগলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বড় কিছু হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কীভাবে এই ধোঁয়া বের হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভবত এসি নাকি অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র থেকে এই ধোঁয়া বের হয়েছিল কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে।