• এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়
    আজ তক | ০২ অক্টোবর ২০২৪
  • জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু আরও বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার দেখাল সিবিআই। ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের মধ্যেই পার্থকে গ্রেফতার দেখাল সিবিআই। সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছে আদালত।

    প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়কে প্রাথমিকে নিয়োগের মামলায় গ্রেফতার করতে চাইছে সিবিআই। এমনই খবর সিবিআই সূত্রে জানা যাচ্ছিল। বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পেশ করার জন্য আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। মনে করা হচ্ছিল, তাঁকে গ্রেফতার করার উদ্দেশ্যেই সিবিআইয়ের তরফে এই আবেদন জানানো হয়েছে। পার্থের পাশাপাশি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত অয়ন শীলকেও আদালতে পেশ করার আবেদন জানিয়েছে সিবিআই। অবশেষে সিবিআই-এর দাবি এদিন মঞ্জুর করেছে আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অয়ন শীলকেও গ্রেফতার দেখাল সিবিআই। 

    বর্তমানে এসএসসি মামলাতে ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। এবার ৫ অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে  'Shown Arrest' দেখাতে চায় সিবিআই। প্রসঙ্গত, ইডির মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন পার্থ। মঙ্গলবারই সেই মামলায় কেন্দ্রীয় সংস্থাকে নোটিস দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি নিম্ন আদালতকে পার্থর মামলা দ্রুততার সঙ্গে শোনার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। তাঁর সঙ্গে একই মামলায় ধৃত অয়ন শীলকেও গ্রেফতার করা হয়েছে।  এবার প্রাথমিক মামলাতেও তাঁকে 'শ্যোন অ্যারেস্ট' দেখিয়েছে সিবিআই। এর বিরোধিতা করেও কোনও লাভ পাননি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কারণ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি করেছে, তদন্ত করে সম্প্রতি তাঁরা পার্থ চট্টোপাধ্যায়ের নাম পেয়েছে। তাই তাঁকে এবং অয়ন শীলে হেফাজতে নিয়ে জেরা করা জরুরি বলে মনে করছে সিবিআই। প্রায় আড়াই বছর আগে, নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের  বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁকে। 
  • Link to this news (আজ তক)