শুধুমাত্র শিলিগুড়ি-কলকাতা রুটেই নয়, পুজোর একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুজোর সময়ে বিমান ও রেলের ভাড়াকে মাথায় রেখে এসি ও নন এসি বাসের সংখ্যা বাড়ানো হয়েছে শিলিগুড়ি কলকাতা রুটে। অন্য দিকে, পাহাড়েও চলবে ছোট বাস। চতুর্থী ও পঞ্চমীতে পুজো পরিক্রমার জন্য বিশেষ উদ্যোগে চালানো হবে সরকারি বাস পরিষেবা।
এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, 'এসি রকেট পাঁচটি ও নন এসি আটটি বাস পরিষেবা চালু করা হবে। যার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল আজ। কোচবিহার ও শিলিগুড়ির মধ্যে সিএনজি বাস পরিষেবা পরীক্ষামূলকভাবে চালানো হবে। অন্যদিকে চতুর্থী ও পঞ্চমীর দিন পুজো পরিক্রমার জন্য বাস সার্ভিস চলবে৷ পুজোর সময় যেভাবে ভাড়া বৃদ্ধি হয় বিমান ও রেলের সেই অসুবিধের কথা মাথায় রেখেই আমাদের এই সিদ্ধান্ত। পর্যটকদের যাতে কোন অসুবিধে না হয় তার জন্য ছোট গাড়ি ছুটবে পাহাড়ের উদ্দেশ্যে।'
অন্য দিকে, পরিবহণের কর্মীদের জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতর। বাসের চালক, মেকানিক-সহ একাধিক পদে যাঁদের কাজের গুণগত মান ভালো তাঁদের পুরস্কারের পাশাপাশি শংসাপত্রও দেওয়া হবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের থেকে। পার্থপ্রতিম রায় বলেন, 'ওঁরাই আমাদের সব। ওঁদের উপর নির্ভর করেই এই পরিষেবা চলবে। কাজেই ওঁদের একটু উৎসাহিত করা, যাতে কাজের গতি আরও বৃদ্ধি পায়।'