• মাকে গুলি করে খুন করেছিল ছেলে! সাজা দিল আদালত...
    ২৪ ঘন্টা | ০২ অক্টোবর ২০২৪
  • বিধান সরকার: জানা গিয়েছে ২১.১২.২০১৭ রাতে হুগলির কানাগড়ে রাজু তেওয়ারি তাঁর মা জ্যোৎস্না তেওয়ারিকে গুলি করে। পরদিন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মারা যান প্রৌঢ়া জ্যোৎস্না। এই ঘটনায় বড় ছেলে বীরেন্দরের অভিযোগে গ্রেফতার হয় ছোট ছেলে রাজু।

    অভিযুক্ত হেফাজতে থাকাকালীন ২০.০৩.২০১৮ তারিখে চার্জশিট দাখিল করে পুলিস। বিচার প্রক্রিয়া চলাকালীন ২৫ ও ২৭ অস্ত্র আইন যুক্ত হয়। মোট ১৪ জন সাক্ষী হন। গত শুক্রবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন প্রথম দায়রা বিচারক সঞ্জয়কুমার শর্মা। আজ তাঁকে সাজা শোনান। মামলার সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, নিজের জন্মদাত্রী মাকে খুন করে অভিযুক্ত। জমি বিক্রির টাকা নিয়ে অশান্তির জেরে।

    বিচারে আজ, মঙ্গলবার দোষীকে ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হল এবং ১০ হাজার টাকা জরিমানা করা হল। অনাদায়ে আরও ছ'মাস কারাদণ্ড ২৫ অস্ত্র আইনে পাঁচ বছর সাজা ও জরিমানা ১০০০ টাকা অনাদায়ে তিন মাস জেল। এবং ২৭ অস্ত্র আইনে সাত বছর জেল জরিমানা ২০০০ টাকা অনাদায়ে ছয় মাস সাজা।

  • Link to this news (২৪ ঘন্টা)