• পুজোর মুখে ফের চাঁদার জুলুম, দাবিমতো টাকা না দেওয়ায় নৈহাটিতে ‘আক্রান্ত’ ব্যবসায়ী
    প্রতিদিন | ০২ অক্টোবর ২০২৪
  • অর্ণব দাস, বারাকপুর: পুজোর আগে ফের চাঁদার জুলুম। দাবিমতো টাকা দিতে অস্বীকার করার আক্রান্ত ব্যবসায়ী। সোমবার রাতে এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে নৈহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের গৌরীপুর বাজারে।

    অভিযোগ উঠেছে ওই বাজারের পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক অশোক সাউয়ের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত দীপক চক্রবর্তীর গৌরীপুর বাজারে মুরগির মাংসের দোকান রয়েছে। তিনি অভিযোগ করেন, রাস্তা ও নিকাশির কাজের জন্য পূর্ত দপ্তরের নোটিসে ফুটপাতের দোকান তুলতে হয়েছে। তাই পুজোর আগে তাঁর আর্থিক পরিস্থিতি খুব খারাপ। এমন পরিস্থিতিতে অশোক সাউ এক হাজার টাকা চাঁদা দাবি করেন।

    আর্থিক অবস্থার কথা জানিয়ে এত টাকা দেওয়া সম্ভব নয় জানাতেই তাঁকে মারধর করা হয়। অশোক সাউ মূল অভিযুক্ত। তবে সঙ্গে আরও অনেকে ছিল। আক্রান্ত দীপক চক্রবর্তীর অভিযোগ, “আঘাতে আমার বাঁ কান ফেটে গিয়েছে। গোটা ঘটনা নৈহাটি থানায় ও স্থানীয় তৃণমূল কাউন্সিলরের কাছে জানিয়েছেন আক্রান্তের পরিবার।”

    কাউন্সিলর রুদ্রাণী বসুরায় বলেন, “ঘটনাটি শুনে স্তম্ভিত হয়েছি। দীপক দা এখানে বহুবছর ধরে ব্যবসা করছেন। তারপরও এমন ঘটনা মেনে নেওয়া যায়না। ঘটনাটি দলের উর্ধ্বতনদের জানিয়েছি।” যদিও অভিযুক্তর ঘনিষ্ঠ মহলের পাল্টা দাবি করেছেন, চাঁদা চাইতে গেলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গালিগালাজ করেছিল ব্যবসায়ী। গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)