‘সত্য ও ঐক্যের শিক্ষা…’, গান্ধী জয়ন্তীতে কী বার্তা মমতার?
এই সময় | ০২ অক্টোবর ২০২৪
আজ ২ অক্টোবর। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। বিশেষ এই দিনে ‘বাপু’কে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অহিংসার পথ স্মরণ করিয়ে নিজের এক্স হ্যান্ডলে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমোর।মমতা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘গান্ধী জয়ন্তী উপলক্ষে আমি জাতির পিতা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। তাঁর অহিংসা, সত্য ও ঐক্যের শিক্ষা আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে চলেছে। তিনি দেশকে যে জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, আমাদের উচিত তাঁর দেখানো পথ অনুসরণ করা।’
অন্যদিকে, গান্ধী জয়ন্তীতে বিশেষ বার্তা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে অভিষেক লেখেন, মহাত্মা গান্ধী সত্য, অহিংসা এবং সাম্যের পক্ষে দাঁড়িয়েছিলেন। আসুন আজ আমরা চুপ না থাকার অঙ্গীকার করি। আসুন, আমরা গান্ধীজি যে আদর্শের পক্ষে দাঁড়িয়েছিলেন সেই চেতনায় অনুপ্রাণিত হয়ে এমন একটি ভারত গড়ি যা জীবনের সকল ক্ষেত্রে ঐক্য ও সমতা বজায় রাখে।’
গতকালই লেকটাউনের শ্রীভূমির পুজো মণ্ডপ থেকে উৎসবের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষ শুরু না হওয়ায় পুজোর উদ্বোধন করেননি তিনি। আজ, বুধবার থেকে পুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই আজ গোটা দেশ জুড়ে গান্ধী জয়ন্তী পালন করা হচ্ছে। মহাত্মার দেখানো পথ অনুসরণ করে শান্তি বজায় রাখার বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।
অন্যদিকে, আজ দলের সর্বস্তরের নেতা-কর্মীদের আগামীর বার্তা দিতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নজরুল মঞ্চে দলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠান রয়েছে। সেই মঞ্চ থেকেই জনপ্রতিনিধি ও দলীয় কর্মীদের দিক নির্দেশিকা দেবেন দলনেত্রী।