সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, দেবীপক্ষের সূচনাতেও বৃষ্টি
বর্তমান | ০২ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঢাকে পুজোর কাঠি পড়ে গিয়েছে। আজ, বুধবার দেবীপক্ষের সূচনায় আনন্দে ভাসতে প্রস্তুতি নিচ্ছে আপামর বাঙালি। কিন্তু আশঙ্কার কাঁটা খচখচ করছে বৃষ্টি। এবারের পুজোয় বৃষ্টি ভিলেন হবে না তো? যদিও এখন পর্যন্ত হাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে পুজো ভাসিয়ে দেওয়ার মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে মহলয়ার দিন হতে পারে বৃষ্টি।
আজ, বুধবার কলকাতার একাধিক অংশে ভোরেই কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মোতাবেক, সকালের দিকে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। এমনকী এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কোনও কোনও ক্ষেত্রে বৃষ্টিপাতের সঙ্গে হবে বজ্রপাতও! গত ২৪ ঘণ্টায় শহর কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ০০৯.২ মিমি।
আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের তুলনায় থাকবে কম, ফলে গরমের ঝক্কি কমছে। তবে সর্বোচ্চ আর্দ্রতা ৯৩ শতাংশ হওয়ায় প্যাঁচপেঁচে গরমের হাত থেকে এখনই যে মুক্তি মিলছে না, তা বলাই বাহুল্য।