• বুধ সকালে কোচিং সেন্টারে যাওয়ার পথে ছাত্রকে পিষে দিল জেসিবি, বাঁশদ্রোণীতে রাস্তা আটকে বিক্ষোভ
    আনন্দবাজার | ০২ অক্টোবর ২০২৪
  • টিউশন পড়তে যাওয়ার পথে জেসিবির ধাক্কায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীতে। অভিযোগ, সকালে ওই জেসিবি পিষে দেয় ওই ছাত্রকে। রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পথ আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়েরা।

    দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের কথায়, ওই এলাকায় কয়েক দিন ধরে রাস্তা সাইয়ের কাজ চলছে। সেই সারাইয়ের কাজের জন্য রাখা ছিল একটি জেসিবি। বুধবার সকালে কোচিং সেন্টার যাচ্ছিল এলাকারই নবম শ্রেণির ওই ছাত্র। মাটি কাটার সময় ওই জেসিবিটি ধাক্কা মারে তাকে। গাড়িতে পিষ্ট হয়ে যায় ছাত্রটি।

    ঘটনার পর থেকেই এলাকায় শোরগোল পড়ে যায়। অভিযোগ, স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটল। ঘাতক জেসিবিতে ভাঙচুর চালান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে রাস্তার অবস্থা বেহাল। সেই রাস্তা দিয়ে চলাচল করাই বিপজ্জনক। স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সকল।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পৌঁছতেই উত্তেজনা আরও বেড়ে যায়। স্থানীয়েরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ঘটনাস্থলে যত ক্ষণ পর্যন্ত না তৃণমূল কাউন্সিলর আসবেন, তত ক্ষণ তাঁরা বিক্ষোভ দেখাবেন। দুর্ঘটনার দায় কার, প্রশ্ন তুলছেন স্থানীয়েরা।
  • Link to this news (আনন্দবাজার)