এই সময়: ঘোষণা আগেই হয়েছিল, সেই মতো সরকারি মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির নতুন কাঠামো কেমন হবে— তার লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। এই নির্দেশিকা প্রকাশের পাশাপাশি মঙ্গলবারই রাজ্যের মুখ্যসচিবের অফিস থেকে সাধারণ নাগরিকদের অভিযোগ জানানোর জন্য একটি কমিটি তৈরির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন হবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ। উপাধ্যক্ষ তথা মেডিক্যাল সুপার হবেন কমিটির সদস্য সচিব। অধ্যক্ষ নির্বাচিত দু’জন বিভাগীয় প্রধান হবেন সদস্য। এক জন সিনিয়র এবং এক জন জুনিয়র রেসিডেন্ট ডাক্তারও সদস্য হিসেবে থাকবেন কমিটিতে। নার্সিং ক্যাডার থেকে একজন প্রতিনিধি থাকবেন কমিটিতে। এ ছাড়া থাকবেন একজন স্থানীয় জনপ্রতিনিধিও।
স্বাস্থ্য সংক্রান্ত যে কোনও ধরনের অভিযোগ জানাতে রাজ্য স্তরের একটি কমিটি তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। স্টেট লেভেল গ্রিভ্যান্স রিড্রেসাল কমিটির চেয়ারপার্সন করা হয়েছে, এসএসকেএম হাসপাতালের হেড অ্যান্ড নেক সার্জারির বিভাগীয় প্রধান, চিকিৎসক সৌরভ দত্তকে। বারাসত মেডিক্যাল কলেজের ফিজ়িয়োলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর দেবযানী বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছে সদস্য সচিব।
এসএসকেএম হাসপাতালের চিকিৎসক যোগীরাজ রায়, রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সঞ্জীব চক্রবর্তী, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুনেত্রা কবিরাজ রায়, আরজি কর মেডিক্যাল কলেজের দেবব্রত দাস, কেপিসি মেডিক্যাল কলেজের স্মার্ত্য পুলাই থাকবেন কমিটিতে। এই কমিটির বৈঠক থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।