তবে এদিন জানা গেল, পুজো না করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্ঘের এই পুজো নিয়ে কলকাতা হাইকোর্ট অবধি জল গড়িয়েছিল। দীর্ঘ টানাপোড়েন শেষে নিজেরাই পুজো না করার সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। বিশ্বের সর্ববৃহৎ দুর্গাপ্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেটা করতে গিয়েই আইনি জটিলতায় পড়তে হল। এই আইনি লড়াই লড়ার টাকা নেই তাঁদের। তাই এবারের পুজো না করারই সিদ্ধান্ত নিলেন।
শুধু টাকাই নয়, ৪০ বিঘা জায়গা তাঁরা পুজোর জন্য ফসল না করেই রেখে দিয়েছিলেন। এক মহিলা কেঁদেই ফেললেন। তিনি বললেন, 'আমাদের পুজো শেষ। গ্রামবাসী সবার চোখে জল। আশপাশের গ্রামের মানুষও এটাই বলছেন।' রানাঘাট পুলিস জেলার ধানতলা থানা জানিয়েছে, এত বড় দুর্গা হয়েছে যা দেখতে প্রচুর মানুষ ভিড় করতে পারেন। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা রয়েছে। এত বড় দুর্গা হওয়ায় কেব্ল লাইন এবং বিদ্যুতের তারের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।