'মা-বোনেদের খেয়াল রাখবেন’, উৎসবের মাঝেও নারী সুরক্ষার বার্তা মমতার
এই সময় | ০২ অক্টোবর ২০২৪
মহালয়ার দিন থেকেই কলকাতার প্রসিদ্ধ পুজোগুলির উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জনসাধারণের উদ্দেশে মমতা বলেন, ‘পুজোর দিনগুলিতে সব এলাকায় শান্তিতে পুজো করবেন। মা-বোনেদের বিশেষ করে খেয়াল রাখবেন।’ আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে। এর মাঝে বহু মানুষের রুজি-রুটির কথা মাথায় রেখে উৎসব পালনের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, নারী সুরক্ষার বিষয়টি প্রাধান্য দেওয়ার কথাও এদিন জানান মুখ্যমন্ত্রী।বুধবার বিকেলে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার ‘উৎসব সংখ্যা’র উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকে মমতা বলেন, ‘আমার পুজো উদ্বোধন শুরু হয়েছে। এটা চলবে। অনেকে বলেন কেন পুজো করব? কেন উৎসব করব? আসলে আমাদের তো বারো মাসে তেরো পার্বণ। আমরা সব কাজ করি। সব ধর্ম মানি। আমাদের রীতি হচ্ছে সর্ব ধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা মনে রাখতে হবে। সবাইকে নিয়ে চলার মধ্যেই আনন্দ আছে, প্রাণ আছে।’
উৎসবের মাঝেও বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানের রাজ্যের শাসক দলের একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। জনপ্রতিনিধিদের উদ্দেশে মমতা বলেন, ‘অনেক মানুষ এখনও বানভাসি আছেন। যতটা পারবেন সাহায্য করবেন। আমিও করেছি। যাঁরা মানুষের কাজ করেন, তাঁরা নিঃশব্দে কাজ করেন। যাঁরা কাজ করে না তাঁরা বকে বেশি। আমি চাই, কথা কম কাজ বেশি। এটাই আমাদের উদ্দেশ্য।’
উল্লেখ্য, আজ মহালয়ার দিন হাতিবাগান সর্বজনীন, সেলিমপুর পল্লীর দুর্গাপুজো থেকে পুরোদমে পুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও চেতলা অগ্রণী ক্লাব, যোধপুর পার্কের পুজোর উদ্বোধন করেন তিনি। এর পাশপাশি রাজ্যের নানান জেলার প্রায় ৩৫০ টিরও বেশি পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আগামীকাল বৃহস্পতিবার মোট ১৫টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বেহালা নতুন দল, কালীঘাট মিলন সংঘ, আলিপুর সর্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব-সহ আগামীকাল একাধিক পুজোর উদ্বোধন হতে পারে। শুক্রবার অর্থাত্ দ্বিতীয়ায় আবার ত্রিধারা, ভবানীপুর শীতলা তলা, মুদিয়ালি, একডালিয়া এভারগ্রিন, বাদামতলা আষাঢ় সংঘের মতো পুজোগুলির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। আগামী ৫-৬ অক্টোবরও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।