ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বাঁশদ্রোণী, পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ
এই সময় | ০২ অক্টোবর ২০২৪
নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার তুমুল উত্তেজনা ছড়াল বাঁশদ্রোণীতে। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। দুর্ঘটনাস্থলে কাউন্সিলর না এলে বিক্ষোভ থামবে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর মাঝেই পুলিশের সঙ্গে খানিক ধস্তাধস্তিও হয় উত্তেজিত জনতার। ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও কাউন্সিলর না আসায় ক্ষোভ বাড়তে থাকে। স্থানীয় এক নেতা ঘটনাস্থলে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। অবস্থা বুঝে ওই নেতা এলাকা ছাড়তে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বাঁশদ্রোণীর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ (উদ্যান বিভাগ) দেবাশিস কুমার। তিনি বলেন, ‘ঠিকাদার সংস্থার বিরুদ্ধে যা ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে আগামীদিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেটা লক্ষ্য রাখা হবে।’দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে যান পাটুলি থানার ওসি। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পাটুলি থানার ওসি-কে টানতে টানতে এলাকায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এমনকী, এক কনস্টেবলকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। যদিও, পুলিশের বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। যদিও তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক ঘটনা। রাস্তার কাজ হচ্ছিল। সেই সময় একটি পে-লোডার ধাক্কা মারে পড়ুয়াটিকে। তার মৃত্যু হয়। আমরা পরিবারের পাশে আছি। এমন ঘটনা কখনই কাম্য নয়।’
স্থানীয়রা অভিযোগ করছেন, বছরের পর বছর ধরে ওই এলাকার রাস্তার অবস্থা বেহাল। স্থানীয় কাউন্সিলর বারংবার দ্রুত মেরামতির কাজ শেষ করতে বলা হয়। বছর তিন ধরে ওই রাস্তা সারাইয়ের কাজ চলছে বলে তাঁদের দাবি। দীর্ঘদিন ধরে রাস্তার কাজ চলার কারণে সাধারণ মানুষকে নিত্য দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের।
এদিন সকালে ওই ওয়ার্ডের বাসিন্দা নবম শ্রেণির ছাত্র সৌম্য শীল নিজের কোচিং সেন্টারে যাচ্ছিল। অভিযোগ, সে সময় পে লোডার অতর্কিতে পড়ুয়াটিকে ধাক্কা মারে। পাঁচিলের ধারে একটি গাছের সঙ্গে তাঁকে পিষে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় পড়ুয়াটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার পর থেকেই উত্তেজিত জনতা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনা নিয়ে এলাকা এখনও তপ্ত।