আরজি করে চিকিৎসক খুনের প্রতিবাদে গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। তার মাঝেই ফের আরজি করের এক মহিলা চিকিৎসককে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। তাঁকে নানা হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ফের হাসপাতালে চিকিৎসকের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গেল।
এদিকে বর্তমানে সিআইএসএফ আরজিকরের পাহারার দায়িত্বে রয়েছে। একেবারে কড়া পাহারা আরজি করে। তার মধ্যেই এক মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পুলিশ ঘটনার অভিযোগ পাওয়ার পরে তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, ভোর তিনটে নাগাদ এক যুবককে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল আরজি করে। দ্রুত মহিলা চিকিৎসক তাঁর চিকিৎসায় এগিয়ে আসেন। ওই যুবক বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।এদিকে ওই যুবকের হাতে ইঞ্জেকশন দেওয়া হয়। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার সময় হাত দিয়ে রক্ত বেরিয়ে যায়। এর জেরে অন্য যে যুবকরা নিয়ে এসেছিলেন ওই আহতকে তারা ক্ষুব্ধ হয়ে যান। এরপর তারাই মহিলা চিকিৎসককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। এমনকী তাঁকে হুমকিও দেওয়া হয়। পরে তারা হাসপাতাল থেকে চলে যান।
ওই আহতকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়। তবে গোটা ঘটনায় চিকিৎসকদের মধ্য়ে আতঙ্ক ছড়ায়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করে। তার নাম সত্যরঞ্জন মহাপাত্র।
এদিকে গোটা ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফের চিকিৎসকদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করে দিল।