• ‘...দেখা হচ্ছে’, পুজোয় কলকাতায় পা রাখছেন অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মানু
    এই সময় | ০৩ অক্টোবর ২০২৪
  • ‘আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আসছি ৫ অক্টোবর।’ কলকাতাবাসীর উদ্দেশে বার্তা দিলেন অলিম্পিকে জোড়া পদক জয়ী মানু ভাকের। কলকাতায় দুর্গাপুজো উদ্বোধন করতে আসছেন তিনি।প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শুটার মানু কলকাতায় একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। আগামী ৫ অক্টোবর এক দিনের সফরে শহরে আসছেন তিনি। কলকাতায় একাধিক পুজো মণ্ডপে যাওয়ার কথা রয়েছে অলিম্পিক্স পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা শুটারের।

    শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন করতে আসছেন তিনি। শনিবার কলকাতা বিমানবন্দরে নেমে দুপুর সাড়ে ৩টে নাগাদ তিনি যাবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয়। পুজো উদ্বোধনের পাশাপাশি ক্লাবের মহিলা ফুটবলারদের সঙ্গে দেখা করবেন। খেলোয়াড়দের উৎসাহ প্রদান করবেন অলিম্পিক পদক জয়ী মানু। ক্লাবের তরফে মানুকে সংবর্ধনাও দেওয়া হবে। এর আগে বিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় রোনাল্ডিনহোকে সংবর্ধনা দিয়েছিল শ্রীভূমি ক্লাব। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ের পর দেশের উঠতি খেলোয়াড়দের কাছে আইকন হয়ে উঠেছেন মানু। স্বাভাবিকভাবেই তাঁকে দেখার জন্য শ্রীভূমিতে ভিড় উপচে পড়বে বলেই মনে করা হচ্ছে।

    শ্রীভূমির পুজো থেকে বাইপাসের ধারে একটি হোটেলে যাওয়ার কথা রয়েছে তাঁর। ‘তাহাদের কথা’ শীর্ষক একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পদ্মপুকুরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পুজোতেও হাজির হওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে বেশ কিছুক্ষণ থাকবেন তিনি। এরপর সোজা কলকাতা বিমানবন্দর থেকে ফিরে যাবেন তিনি। দুর্গাপুজোর সময় তাঁকে শহরে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় রয়েছে কলকাতাবাসী।
  • Link to this news (এই সময়)