শহর জুড়ে পুজোর মরসুম, মহালয়াতেই উপচে পড়া ভিড় শ্রীভূমিতে
আজকাল | ০২ অক্টোবর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকমাস ধরে পুজো উদ্যোক্তাদের দম ফেলার সময় ছিল না। থিম পুজো, প্রতিযোগিতার মাঝে কোন ক্লাব আগামী বছর কী চমক রাখবে, অনেক জায়গায় তা স্থির হয়ে যায় আগের পুজোতেই। থিম পুজোর রমরমার যুগে গত কয়েকবছরে নজর কাড়ে খাস কলকাতার অন্যতম পুজো মণ্ডপ শ্রীভূমি। প্রতি বছরে তাদের ভাবনা টানে বিপুল সংখ্যক মানুষকে।
মঙ্গলবারই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও তিনি বলেছিলেন, 'আজ পর্যন্ত পিতৃপক্ষ চলছে। তাই আজ পুজোর উদ্বোধন করব না।' বুধবার তিনি একগুচ্ছ পুজোর উদ্বোধন করেন।
আর বুধবারই উপচে পড়া ভিড় দেখা গেল শ্রীভূমিতে। এবছর শ্রীভূমির পুজোর ৫২ বছর। এবার থিম তিরুপতির বালাজি মন্দির। অন্যান্য বছরের মতোই, মণ্ডপ সজ্জায় কোনও খামতি রাখেনি শ্রীভূমি। মহালয়ার দিনেই প্রবল ভিড়ের মাঝে বারবার বলা হল, 'হুড়োহুড়ির দরকার নেই। আসতে আসতে যান, সকলেই নিরুপদ্রবভাবে, শান্তিতে দেখতে পারবেন।' ১৪ অক্টোবর পর্যন্ত মণ্ডপ থাকবে দর্শনার্থীদের জন্য, প্রবল ভিড়ের মুখে বারবার জানানো হয় সেকথাও।
একই সঙ্গে জানানো হয়, ৫ অক্টোবর, শনিবার বিকেলে শ্রীভূমির মণ্ডপে আসছেন মানু ভাকের। মণ্ডপের পাশের মাঠে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান মন্ত্রী সুজিত বসু।