• চোর ধরতে গিয়ে নৃশংস ভাবে খুন
    এই সময় | ০৩ অক্টোবর ২০২৪
  • এই সময়, সিউড়ি: চোর ধরতে গিয়ে নৃশংস ভাবে খুন হতে হলো এক যুবককে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে বীরভূমের ১৪ নম্বর রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কের পাশে মহম্মদবাজার থানার সোতসাল গ্রামে। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে, আততায়ীদের চিহ্নিত করতে পুলিশ কুকুর আনা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম মনিরউদ্দিন মণ্ডল (২৪)। তাঁর বাড়ি মহম্মদবাজার থানার দীঘল গ্রামের সবুজপল্লিতে। বুধবার সকালে সোতসালের পেট্রল পাম্প সংলগ্ন ধানখেত এলাকা থেকে তাঁর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।

    মনিরউদ্দিনের পারিবারিক লরির ব্যবসা রয়েছে। সম্প্রতি তাঁদের পার্ক করে রাখা একটি লরি থেকে ৫৮ হাজার টাকা চুরি হয়। তার পর থেকে সজাগ ছিলেন মনিরউদ্দিন। এ দিন ভোররাতে আচমকা গাড়ির জানলা ভাঙার শব্দ পেয়ে ঘুম ভেঙে দুই চোরকে দেখতে পান তিনি। তাঁর চিৎকারে প্রতিবেশীরাও ছুটে আসে। সবাই মিলে দুই চোরকে তাড়া করেন। সবার আগে ছিলেন মনিরউদ্দিন। বাকিটা তাঁর অনেকটা পিছনে ছিলেন।

    পাম্পের পিছনের মাঠ দিয়ে চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মনিরউদ্দিন তাদের ধাওয়া করেন। মাঠের মাঝে চোরেরা তাঁকে ছুরি মারলে তিনি পড়ে যান। ভয়ে বাকিরা দাঁড়িয়ে পড়লে চোরেরা পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় দুই দুষ্কৃতীকে দেখা গেলেও তাঁদের মুখে কাপড় বাঁধা থাকায় কারও নাম-পরিচয় জানা যায়নি।

    নিহত যুবকের দাদা মিঠু মণ্ডল বলেন, ‘আগে গাড়ি থেকে টাকা চুরি হয়েছিল। সেই চুরির কিনারা করতে গিয়ে এ দিন হাতেনাতে চোরকে ধরতে গিয়েছিল ভাই। আর সেই দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে ভাইয়ের।’ ডিএসপি (ডিঅ্যান্ডটি) আখতার আলি বলেন, ‘খুব দ্রুত এই খুনের কিনারা করা হবে।’
  • Link to this news (এই সময়)