মহালয়ার রাত থেকেই ভিড় শ্রীভূমির পুজোয়, এ বছরের থিম জানেন তো?
এই সময় | ০৩ অক্টোবর ২০২৪
দেবীপক্ষ শুরু হয়েছে বুধবার থেকে। অফিস-কাছারিতে ছুটি পড়তে এখনও ঢের দেরি। এখনও অনেক পরিবারের পুজোর কেনাকাটা সম্পূর্ণ হয়নি। তবে, বুধবার রাতে শ্রীভূমির পুজো দেখলে মনেই হবে না, এটা মহালয়ার রাত।বুধবার মহালয়ার দিন থেকে কার্যত জনপ্লাবন শ্রীভূমির পুজোতে। মঙ্গলবার শ্রীভূমির পুজোর উৎসবের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার দিন থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এই পুজোর দ্বার। কাতারে কাতারে মানুষের ভিড় প্রমাণ করে দিলে সপ্তমী, অষ্টমীতে ভিড়ের রেকর্ড ছাপিয়ে যেতে পারে কলকাতার এই প্রসিদ্ধ পুজো।
এ বার শ্রীভূমি পুজোর থিম অন্ধ্র প্রদেশের তিরুপতি বালাজি মন্দির। পুজো মণ্ডপের সামনে গিয়ে দাঁড়ালে এক লহমায় পৌঁছে যাবেন দক্ষিণ ভারতে। সূক্ষ্ম কারুকার্যের সম্ভার গোটা মণ্ডপ জুড়ে। সঙ্গে চোখ ধাঁধানো আলোকসজ্জা। দর্শনার্থীদের মন জয় করে নিতে বাধ্য। বুধবার রাতে এক দর্শনার্থী বলেন, ‘পরিবার নিয়ে ঠাকুর দেখতে এসেছিলাম। ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় দেখে নেব। কিন্তু, এসে তো দেখছি অষ্টমীর মতো ভিড়।’ আরেক দর্শনার্থীর কথায়, ‘আজকেই এত ভিড় হবে ভাবতে পারিনি।’
যত রাত হয়েছে, অপেক্ষার দীর্ঘ লাইন এগিয়ে এসেছে সার্ভিস রোডের কাছাকাছি। মুখ্যমন্ত্রী ভিআইপি রোডের ট্রাফিক সচল রাখার নির্দেশ দিয়েছেন। তাই ভিআইপি রোডের মুভমেন্টের উপর বিশেষ নজর দেওয়া হয়েছিল পুলিশের তরফে। মণ্ডপের বাইরে ছিল পুজোর সেই চেনা আমেজ। ছোট বড় বিভিন্ন কেনাকাটা, খাবারের স্টল। সেলফিতে মজে ছিলেন দর্শনার্থীরা।
মহালয়ার দিন সল্টলেকের এফডি ব্লক সর্বজনীন পুজোরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গঙ্গার মহিমান্বিত যাত্রাকে তুলে ধরা হয়েছে মণ্ডপের থিমে। মহালয়ার দিন উদ্বোধন হয়েছে নিউটাউন সর্বজনীনও। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১০৮ জন মহিলাকে দিয়ে এই পুজোর উদ্বোধন করা হয়। অভিনব ‘মৃচ্ছকটিক’ থিমে সেজে উঠেছে এ বারের মণ্ডপ। এই পুজোগুলিতেও কমবেশি ভিড় লক্ষ্য করা যায়।