• ফের আরজি করে নির্যাতিতার মা-বাবার সঙ্গে কথা সিবিআইয়ের
    এই সময় | ০৩ অক্টোবর ২০২৪
  • এই সময়: আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর সিবিআইকে একটি চিঠি লিখেছিলেন তাঁর বাবা। সেই চিঠির প্রতিলিপি তিনি পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কেও। গত ১৭ সেপ্টেম্বর শুনানির সময়ে সিজেআই মন্তব্য করেছিলেন, ‘নির্যাতিতার বাবার লেখা চিঠিতে এমন অনেক বিষয়ের উল্লেখ রয়েছে, যা তদন্তের মোড় অন্য দিকে ঘুরিয়ে দিতে পারে।’সেই চিঠিটি গুরুত্ব দিয়ে সিবিআইকে দেখার কথা বলেছিলেন প্রধান বিচারপতি। সেই চিঠির বিষয়ে কথা বলতে বুধবার সকালে সোদপুরে নির্যাতিতা তরুণীর বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চার জন অফিসার। সূত্রের খবর, ওই চিঠিতে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছিলেন নির্যাতিতা তরুণীর বাবা। সেই চিঠির ভিত্তিতে এদিন বাবা-মায়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে এ দিন।

    সিবিআইয়ের একটি সূত্র জানাচ্ছে, ল্যাপটপ, কিট ব্যাগ (যার মধ্যে ছিল অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইস) সহ কিছু সরঞ্জাম নিয়ে নির্যাতিতা তরুণীর বাড়িতে ঢোকেন তদন্তকারীরা। ঘণ্টাখানেক তাঁরা ছিলেন সেখানে। সূত্রের খবর, মেয়ের মৃত্যুতে পিছনে কী কারণ রয়েছে বলে তাঁরা সন্দেহ করছেন, সে বিষয়েও এ দিন বাবা-মায়ের কাছে জানতে চেয়েছেন তদন্তকারীরা।

    এমন কোনও বিষয়, যা এতদিন তাঁদের নজরে সে ভাবে আসেনি অথবা পরে মনে হয়েছে, অথবা তরুণী চিকিৎসক কোনও উদ্বেগ-আশঙ্কার কথা কখনও তাঁদের জানিয়েছিলেন কি না, সে প্রসঙ্গও নির্যাতিতার বাবা-মার কাছে জানতে চান তদন্তকারীরা। তাঁরা যে সিবিআইয়ের তদন্তের উপর আস্থা রাখছেন এবং সবরকম ভাবে সহযোগিতা করবেন, সিবিআই অফিসারদের তা জানান নির্যাতিতার পরিবার। তদন্তকারীরাও খুব শীঘ্রই সব তথ্য সামনে আসবে বলে বাবা-মাকে আশ্বস্ত করেছেন।

    সিবিআই সূত্রের খবর, নতুন কোনও তথ্য তাঁরা জানতে পারলে যেন সঙ্গে সঙ্গে তাঁদের সঙ্গে যোগাযোগ করেন, সেই বার্তাও দিয়ে এসেছেন তদন্তকারী অফিসাররা। যদিও বাইরে বেরিয়ে সিবিআই প্রতিনিধি দল কিছুই বলতে চাননি। অন্য দিকে, এ দিনও ফের আরজি কর হাসপাতালে গিয়েছিল সিবিআইয়ের অন্য একটি দল। এ দিন হাসপাতালের বেশ কয়েকজন কর্মীর সঙ্গে তাঁরা কথা বলেছেন বলে সূত্রের দাবি।
  • Link to this news (এই সময়)