• শিয়ালদা স্টেশনের নাম বদল? রেলমন্ত্রীকে আবেদন রাজ্য BJP-র
    আজ তক | ০৩ অক্টোবর ২০২৪
  • মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতে বহু স্টেশন ও জায়গার নাম বদল হয়েছে। যেমন মুঘলসরাই স্টেশনের নাম বদলে হয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এবার শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি উঠল। দাবি করল রাজ্য বিজেপি। বুধবার শিয়ালদায় স্টেশনে সব লোকাল ট্রেন ১২ বগির উদ্বোধন করতে  এসেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। সেই অনুষ্ঠানেই শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি তোলেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

    'দেশভাগের পর লক্ষ লক্ষ মানুষ শিয়ালদা স্টেশনেই নেমেছিলেন'

    শমীক সহ রাজ্য বিজেপি-র দাবি, শিয়ালদা স্টেশনের নাম হোক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। তাঁদের ব্যাখ্যা, দেশভাগের পর লক্ষ লক্ষ মানুষ শিয়ালদা স্টেশনেই নেমেছিলেন। শিয়ালদা স্টেশনের আশপাশেই তাঁরা ক্যাম্প করে বসবাস করেছিলেন। শমীকের কথায়, 'মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে। সর্বস্বান্ত হওয়া মানুষ একদিন এসে ভিড় করেছিলেন শিয়ালদা স্টেশনে। সেদিন ক্যাম্প করে শিয়ালদার আশপাশে তাঁদের আশ্রয় দেওয়া হয়েছিল যাঁর তত্ত্বাবধানে, তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই আজ রেলের একটি বিশেষ অনুষ্ঠানে রেলমন্ত্রীর উপস্থিতিতে আমাদের দাবি জানিয়েছি। তিনি বলেছেন, আমি বিষয়টা দেখব।'

    একাধিক ট্রেনের কোচ বাড়ানো হয়েছে

    রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শিয়ালদায় জানান, একাধিক ট্রেনের কোচ বাড়ানো হয়েছে, যাতে অনেক বেশি যাত্রী যাতায়াত করতে পারে। শিয়ালদহ স্টেশনে ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্ল্যাটফর্ম ও রেল কোচ বাড়ানোর দরকার ছিল। এবার সেখানে তিন লক্ষ অতিরিক্ত যাত্রী চলাচল করতে পারবে। 

    'সমস্ত কিছুর একটা ইতিহাস আছে'

    বিজেপি-র এই দাবি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘সমস্ত কিছুর একটা ইতিহাস আছে। দেশের বিভিন্ন জায়গায় নাম বদল করে রাজনীতি করছে বিজেপি। এবার এই রাজ্যেও সেটা করার চেষ্টা হচ্ছে। শিয়ালদা স্টেশন স্বামী বিবেকানন্দের নামে করুন। যদি নাম বদল করতে হয়, তাহলে স্বামী বিবেকানন্দের নামে করা হোক।’
  • Link to this news (আজ তক)