পুজোর আগে ‘দুয়ারে উপহার’ কর্মসূচির আয়োজন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিলেন ওই লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথের দায়িত্বে থাকা তৃণমূলের নেতা-কর্মীরা।গত ২২ সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হয়। সাংসদ নির্দেশ দেন, স্থানীয় নেতা-কর্মীরা ডায়মন্ডহারবার এলাকার বাসিন্দাদের বাড়ি গিয়ে পুজোর উপহার পৌঁছে দিয়ে আসবেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ২ অক্টোবরের মধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় উপহার।
জানা গিয়েছে, অভিষেকের দপ্তর থেকে সাতটি বিধানসভা এলাকায় উপহার পৌঁছে যায় প্রত্যেক বুথে বুথে। সেই বুথের দায়িত্বে থাকা নেতারা দ্রুত সেই উপহার পৌঁছে দেন মানুষের কাছে। জেলার এক তৃণমূল নেতার কথায়, অনেক ক্ষেত্রেই নেতারা উপহার দেওয়ার মুহূর্তের ছবি তুলে তা প্রকাশ্যে ছড়িয়ে দেন। যা না-পসন্দ তৃণমূল সাংসদের। সেই কারণেই বাড়ি বাড়ি গিয়ে বুথ স্তরের নেতাদের এই উপহার পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়।
গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ৭ লক্ষ ১০ হাজার রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর আমতলার দলীয় কার্যালয়ে ভোটারদের ধন্যবাদ জানাতে বৈঠকও করেছিলেন অভিষেক। সেখানেই পুজোর উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী, গত ১০ দিনে ডায়মন্ড হারবার এলাকার প্রত্যন্ত এলাকার মানুষের দুয়ারে পৌঁছে যায় এই উপহার। পুজোর মুখেই এই উপহার পেয়ে খুশি এলাকার মানুষও।