বুধবার, মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাধিক পুজার উদ্বোধন করেছেন। আর সেই রাতেই নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি ট্রেলারের চালক মণ্ডপে গাড়ি ঢুকিয়ে দিলেন। দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কে হাওড়ার পাঁচলা থানার রানিহাটি নাবঘরা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজা মণ্ডপে। দুর্ঘটনায় পুজো মণ্ডপের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জোরকদমে মণ্ডপ মেরামতির কাজ জোর কদমে শুরু হয়েছে। তবে স্বাভাবিকভাবেই মুখভার স্থানীয় বাসিন্দা ও পুজোর উদ্যোক্তাদের।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ স্টোনচিপস বোঝাই একটি ট্রেলার রানিহাটি মোড় থেকে ঘুরে কোলাঘাটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে থাকা পুজো মণ্ডপে ঢুকে পড়ে ওই ট্রেলার। রাতের অন্ধকারে বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। পুজো কমিটির সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছন। মণ্ডপটির একাংশের ক্ষতি হয়। দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্লাবের সহ-সভাপতি টিঙ্কু ধাড়া জানান, চতুর্থীর দিন পুজো মণ্ডপ উদ্বোধন হওয়ার কথা ছিল। মণ্ডপের একাংশ ভালো রকম ক্ষতিগ্রস্ত। নতুন করে মণ্ডপের ওই অংশ নির্মাণ করতে প্রচুর টাকা খরচ হবে বলেও জানান তিনি। তবে তিনি আশাবাদী, নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ হয়ে যাবে। তবে ঘটনায় কেউ জখম হয়নি। এলাকাবাসীরা জানিয়েছেন, পুজোর আগে এমন একটি ঘটনায় সকলেরই মন খারাপ। তবে দ্রুত সবটা ঠিক হয়ে যাবে, এই আশা করছি। পুলিশ জানিয়েছে, ঠিক কী ভাবে এ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।