• বঙ্গোপসাগরে নিম্নচাপ আগামিকাল থেকেই, পুজোতে বৃষ্টি চলবে? স্পেশাল বুলেটিন
    আজ তক | ০৩ অক্টোবর ২০২৪
  • মহালয়ায় একাধিক পুজো উদ্বোধন করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে অনেকে ঠাকুর দেখতে বেরিয়েও পড়েছেন। তবে এরমধ্যে একটাই আশঙ্কা, উৎসবের আনন্দ মাটি করে দেবে নাতো  বৃষ্টি? কারণ পুজোর আগেই নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জারি করা হয়েছে কমলা সতর্কতাও। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকতে চলেছে? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

    পুজোর ঠিক মুখে নিম্নচাপের সতর্কতা 
    পুজোর ঠিক মুখে নিম্নচাপের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।  বঙ্গোপসাগরের বুকে কাল অর্থাৎ শুক্রবার থেকে এই নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুজোর আগে  নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে এ রাজ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে সার্বিকভাবে না হলেও দুর্গাপুজো চলাকালীন বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। তবে পুজোর শেষ মুহূর্তের শপিং করার সময়ও বৃষ্টি সঙ্গী হতে পারে আপনার। শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বাবে ঝড়-বৃষ্টি চলবে।

    কী বলছে হাওয়া অফিস?
    দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেইসঙ্গে ওই ঘূর্ণাবর্ত থেকে মায়ানমার উপকূল বরাবর উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত আছে। আর তার প্রভাবে শুক্রবার  উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে। সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে সতর্কতাও জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি
    আজ দক্ষিণবঙ্গের আটটি জেলা- কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই আটটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি সাতটি জেলা- হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। বাকি ১৪টি জেলা- কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার আবার হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে সেই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়নি। রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার কোথাও না কোথাও  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোথাও সতর্কতা জারি করা হয়নি। 

    উত্তরবঙ্গের আবহাওয়া
    এদিন উত্তরবঙ্গের সব জেলায় আজ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হবে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি ছ'টি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি  হবে। ওই ছ'টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবারও উত্তরবঙ্গের দুটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই তিনটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হবে। ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেদিন বাকি পাঁচটি জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে সেখানে কোনও সতর্কতা জারি করা হয়নি। রবিবার, মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলার  কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

    কলকাতার আবহাওয়া
     হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে বাংলাদেশের উপর  ঘূর্ণাবর্ত রয়েছে। আগামিকাল সেটি শক্তি বাড়িয়ে  নিম্নচাপে পরিণত হবে। তার জেরে ফের ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও  বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা থাকছে আগামিকাল। সেই কারণে হলুদ সতর্কতা জারি থাকছে। 
  • Link to this news (আজ তক)