• BJP, CPIM নয়, TMC বিধায়কের বিরুদ্ধে ‘চোর’ ‘গদ্দার’ স্লোগান উঠল TMCরই মিছিল থেকে
    হিন্দুস্তান টাইমস | ০৩ অক্টোবর ২০২৪
  • মুর্শিদাবাদের ভরতপুরে চরমে পৌঁছল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বিধায়কের হুমকির পালটা পথে নামলেন ব্লক সভাপতির অনুগামীরা। বুধবার বিকেলে ভরতপুরে ঝাঁটা হাতে দলেরই বিধায়ক হুমায়ুঁ কবিরের বিরুদ্ধে মিছিল করেন তৃণমূলের ব্লক সভাপতি নজরুল ইসলামের অনুগামীরা। মিছিল থেকে উঠল, ‘চোর বিধায়ক দূর হাটো’ স্লোগান।


    পড়তে থাকুন - বাঁশদ্রোণীতে বিক্ষোভ, আটক বিজেপি নেত্রী, 'থানায় সারারাত থাকব,' ধর্নায় বসলেন রূপা

    ভরতপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুলবাবুর সঙ্গে হুমায়ুঁ কবিরের বিবাদ নতুন নয়। নজরুল ইসলামকে ব্লক সভাপতি বলে মানতেই রাজি নন বিধায়ক। সম্প্রতি তাঁকে আক্রমণ করে ফের মুখ খোলেন হুমায়ুঁ। দাবি করেন, চিকিৎসকদের বিরুদ্ধে মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে তার পিছনে নজরুল ইসলামের হাত রয়েছে। এমনকী ফের বলেন, নজরুল ইসলামকে ব্লক সভাপতি বলে মানেন না তিনি। শুধু তাই নয়, তাঁর উদ্যোগে আয়োজিত কোনও অনুষ্ঠানে নজরুল ইসলামকে আমন্ত্রণ জানান না তিনি।

    হুমায়ুঁর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বুধবার বিকেলে রাস্তায় নামেন নজরুলের অনুগামীরা। ঝাঁটা ও বিধায়কের কুশপুতুল হাতে মিছিল করেন তাঁরা। মিছিল থেকে স্লোগান ওঠে, গদ্দার বিধায়ক দূর হঠো, চোর বিধায়ক দূর হঠো। যদিও মিছিলে ছিলেন না নজরুল ইসলাম নিজে।


    তবে মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ককে একহাত নেন তিনি। বলেন, যে দলীয় কর্মীরা বিধায়ককে জিতিয়েছেন এখন তাদেরই ব্রাত্য করে রেখেছেন তিনি। এলাকার উন্নয়নে বিধায়কের কোনও ভূমিকা নেই। একটা সার্টিফিকেট পর্যন্ত পাওয়া যায় না। সাধারণ মানুষ আজ বিধায়কের বিরুদ্ধে পথে নেমেছিলেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)