বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ চন্দননগর মহকুমা হাসপাতালের ওটি তখন বন্ধ ছিল। ওটির ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন হাসপাতালের কর্মীরা। সঙ্গে কটূ গন্ধ। খবর যায় দমকলে। দমকলের ১টি ইঞ্জিন এসে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডের জেরে ওটির বেশ কিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। যার জেরে আগামী কিছুদিন চন্দননগর হাসপাতালে সমস্ত রকম অস্ত্রোপচার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
দমকলের তরফে জানানো হয়েছে, হাসপাতালের ওটিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। আগুনের ভয়াবহতা তেমন না হলেও ধোঁয়ার জেরে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দমকল দ্রুত এসে আগুন নিভিয়েছে।
ওদিকে অপারেশন থিয়েটারের পাশেই রয়েছে প্রসূতি বিভাগ। আগুন লাগার খবরে সেখানে আতঙ্ক ছড়ায়। তবে দমকল ও হাসপাতালের কর্মীদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় সরকারি হাসপাতালের অগ্নিসুরক্ষা নিয়ে ফের একবার প্রশ্ন উঠছে। সরকারি হাসপাতালের ওটিতে শর্ট সার্কিটের জেরে কী ভাবে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয়রা। অস্ত্রোপচার চলাকালীন এই কাণ্ড ঘটলে রোগীর কী পরিণতি হতে পারত তা ভেবে আঁতকে উঠছেন অনেকে।