• আদালতে পত্রপাঠ জামিন পেলেন রূপা, ফের মুখ পুড়ল কলকাতা পুলিশের
    হিন্দুস্তান টাইমস | ০৩ অক্টোবর ২০২৪
  • জামিন পেলেন পাটুলি থানায় অবস্থানরত অবস্থায় গ্রেফতার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে ১ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আলিপুর আদালত। এদিনই কোর্ট লক আপ থেকে মুক্তি পান তিনি।


    পড়তে থাকুন - বাঁশদ্রোণীতে বিক্ষোভ, আটক বিজেপি নেত্রী, 'থানায় সারারাত থাকব,' ধর্নায় বসলেন রূপা

    বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় ছাত্রমৃত্যুর ঘটনায় ১ বিজেপিনেত্রীসহ ৫ জন বিক্ষোভকারীকে বুধবার গ্রেফতার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে বুধবার রাত থেকে পাটুলি থানার সামনে অবস্থানে বসেন রূপা গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে তাঁকে হঠাৎ গ্রেফতার করে পুলিশ। এর পর তাঁর বিরুদ্ধে একের পর এক কড়া ধারা প্রয়োগ করা হয়। গ্রেফতার করে রূপাদেবীকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। সেখান থেকে তাঁকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাঁকে ১ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয় আদালত।

    এদিন আদালতে পেশ করার আগে সাংবাদিকদের রূপাদেবী বলেন, আমি কাউকে কোনও বাধা দিইনি। থানার সামনে অবস্থানে বসেছিলাম। হঠাৎ আমাকে গ্রেফতার করে এতগুলো কড়া কড়া ধারা দিল। এটা ঠিক হয়নি।

    রূপাদেবীর গ্রেফতারি নিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, ‘উনি থানা চত্বরে বসে থেকে পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন। বারবার অনুরোধ করলেও উনি ওঠেননি। তাই আমরা ওনাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছি। পুলিশকে হেনস্থায় অভিযুক্তদের মুক্তির দাবি জানাচ্ছিলেন উনি। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। কিছু বলার থাকলে আদালতে বলতে পারেন।’


    পে লোডারের ধাক্কায় নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নেয় বাঁশদ্রোণী। ঘটনাস্থলে পাটুলি থানার ওসি গেলে তাঁকে ৭ ঘণ্টা ঘেরাও করে রাখেন স্থানীয়রা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)