আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় আরও একজনকে গ্রেপ্তার করল সিবিআই। বৃহস্পতিবার সন্ধ্যায় আশিস পাণ্ডে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই আশিস আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত।আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনার তদন্তের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। হাইকোর্টের নির্দেশে আর্থিক অনিয়মের তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে। দুর্নীতি মামলাতেই এর আগে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল। পাশাপাশি, আর্থিক দুর্নীতি মামলায় একাধিকজনকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এই আশিস পাণ্ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে খবর।
আরজি কর হাসপাতালে টেন্ডার দুর্নীতি, হাসপাতালের বর্জ্য নিয়ে আর্থিক অনিয়ম, হাসপাতলের মর্গেও একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল এই অভিযোগের সঙ্গে সন্দীপের সরাসরি যোগাযোগ ছিল বলে অভিযোগ তোলা হয়। বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে সন্দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এ বার আর্থিক দুর্নীতির মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হলো।
প্রসঙ্গত, আরজি করের থ্রেট কালচারের অন্যতম মাথা ছিল ছিল এই আশিস বলে অভিযোগ ছিল জুনিয়র ডাক্তারদের। আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে উঠে এসেছিল আশিসের নাম।
ডাক্তারি ছাত্রীর দেহ যেখানে পাওয়া গিয়েছিল, সেই অকুস্থলে আশিস উপস্থিত ছিল বলেও অভিযোগ করা হয়। এর আগে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল আশিসকে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত কমিটি গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই শুনানিতে হাজির হয়েছিলেন আশিসকে। শুনানির সময় হাসপাতালে তাঁকে দেখে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তারদের একাংশ।