পুজোর আগে মালামাল রেল কর্মচারীরা, বোনাসে অনুমোদন মন্ত্রিসভার
আজ তক | ০৪ অক্টোবর ২০২৪
পুজোর আগে একাধিক সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হয় কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠক। পুজোর আগে কৃষকদের আয় বাড়াতে দুটি বড় প্রকল্প অনুমোদিত হয়েছে। রেল কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্তেও পড়েছে শিলমোহর। বৈঠকের পর সাংবাদিকদের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন,'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা ছাড়াও কৃষক-হিতে একাধিক প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর পাশাপাশি চেন্নাই মেট্রো ফেজ-২-এরও অনুমোদন দেওয়া হয়েছে'।
কেন্দ্রীয় মন্ত্রী জানান,'মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সবচেয়ে বড় সিদ্ধান্ত, কৃষকদের আয় বাড়ানো এবং মধ্যবিত্তদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করা। এর নেপথ্যে দুটি বড় প্রকল্প- প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এবং কৃষ্টি যোজনা। এই দুটি প্রকল্পের জন্য ১,০১,৩২১ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই দুটির অধীনে রয়েছে ৯টি প্রকল্প অন্তভুর্ক্ত রয়েছে। যার সঙ্গে কৃষকদের আয়বৃদ্ধি এবং মধ্যবিত্ত পরিবারের প্লেটের সরাসরি যোগ রয়েছে'।
রেল কর্মচারীদের বোনাস উপহার
উৎসবের আগে রেল কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রেলের চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে মন্ত্রিসভা ১১,৭২,২৪০ জন রেল কর্মচারীর জন্য ২০২৮.৫৭ কোটি টাকা বরাদ্দ করেছে। মোট ৭৮ দিনের বোনাস পাবেন রেল কর্মচারীরা। ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, সুপারভাইজার, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টসম্যান, মিনিস্ট্রিয়াল স্টাফ এবং অন্যান্য গ্রুপ এক্সসি কর্মচারীরা এই বোনাস পাবেন।
চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায় নির্মাণে অনুমোদন
অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৩,২৪৬ কোটি টাকা। এই পর্যায়টি হবে ১১৯ কিলোমিটারের। থাকবে ১২০টি স্টেশন। এর নির্মাণে কেন্দ্র ও রাজ্যের ৫০-৫০ শতাংশ অংশ থাকবে। এর পাশাপাশি ৫টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়া ও বাংলা ভাষা পেয়েছে ধ্রুপদী ভাষার মর্যাদা। তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালয়ালম, ওড়িয়া আগেই ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছিল।