• ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি পেল বাংলা, তালিকায় মারাঠিও; কেন্দ্রের সিদ্ধান্তে খুশি মমতা
    আজ তক | ০৪ অক্টোবর ২০২৪
  • কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত। ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দেওয়া হল বাংলা ভাষাকে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাংলা সহ মোট ৫ ভাষা ক্লাসিক্যাল ভাষার তকমা পেয়েছে। তালিকায় রয়েছে মারাঠি, পালি, প্রাকৃত, অহমিয়া। এতদিন ছয়টি ভাষা এই তালিকায় ছিল। তার সঙ্গে ৫ টি জুড়ে মোট ১১ ভাষা স্বীকৃতি পেল। 

    এর আগে ক্লাসিক্যাল ভাষার তালিকায় সংস্কৃত, তেলুগু, কন্নড়, মালায়ালম  ওড়িয়া ও তামিলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রথমবার তামিলকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। ২০১৪ সালে অন্তর্ভুক্ত করা হয় ওড়িয়াকে। 

    কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 'প্রধানমন্ত্রী বারবার দেশীয় ভাষাকে আলাদা মাত্রায় পৌঁছনোর চেষ্টা করেছেন। এবারও সেই প্রচেষ্টা করা হয়েছে। নতুন করে  মারাঠি, পালি, প্রাকৃত, অহমিয়া ও বাংলাকে ক্লাসিক্যাল ভাষার অন্তর্ভুক্ত করা হল।' 

    বাংলাকে ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়ার দাবি সেই ২০১৪ সাল থেকে করে আসছে রাজ্য সরকার। একই দাবি উঠেছিল মহারাষ্ট্র থেকেও। ২০১৪ সালে তৎকালীন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান ভাষা বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করেছিলেন। প্যানেল জানিয়েছিল, মারাঠি ক্লাসিক্যাল ভাষা হিসেবে স্বীকৃত পাওয়ার সব মানদণ্ড পূরণ করেছে।  

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্যুইট করেন। বাংলা ভাষাভাষির মানুষকে শুভেচ্ছা জানান তিনি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, 'দুর্গাপুজোর সময় বাংলা ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি পাওয়ায় আমি খুবই খুশি। বাংলা সাহিত্য বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ মানুষকে সমৃদ্ধ করেছে। সারা পৃথিবীর সব বাংলা ভাষার মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন।' 

    বাংলা ভাষা এই মর্যাদা পাওয়ায় খুশি ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি এই নিয়ে ট্যুইট বার্তায় লেখেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলা ভাষাকে অবশেষে ভারত সরকার ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দিয়েছে। আমরা সংস্কৃতি মন্ত্রক থেকে এই স্বীকৃতি পাওয়ার চেষ্টা করেছিলাম। আমাদের ভাষা নিয়ে গবেষণার ফলাফলের তিনটি খণ্ডও জমা দিয়েছিলাম। কেন্দ্রীয় সরকার আজ আমাদের দাবি মেনে নিয়েছে।'

     
  • Link to this news (আজ তক)