পুজোর মুখে ভাসবে দক্ষিণবঙ্গ, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস
বর্তমান | ০৪ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মুখে ফের ভাসবে দক্ষিণবঙ্গ। আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই নিম্নচাপের প্রভাবে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে। দু’দিনই রাজ্যের প্রায় সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কাল কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এবং পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ, বৃহস্পতিবার শহর কলকাতার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দিনভর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গত ২৪ ঘণ্টায় শহরে মোট বৃষ্টিপাতের পরিমাণ ০০০.২ মিমি। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।