উৎসবে বয়কটের যারা ডাক দিয়েছিলেন তাঁদের তীব্র কটাক্ষ করেন দেবাংশু। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, "শ্রীভূমি থেকে কল্যাণী আইটিআই; মহালয়ার দিন থেকেই মণ্ডপে-মণ্ডপে জনজোয়ার। যাঁরা উৎসব বয়কটের ডাক দিয়েছিলেন, উৎসবে ফিরছি না বলে পিওর বাম সুলভ স্লোগান তুলেছিলেন, সাধারণ মানুষ তাঁদের মুখে ঝামা ঘষে দিয়েছেন। মানুষ বুঝিয়ে দিয়েছেন গরিবের পেটে লাথি মেরে উৎসব বয়কট (করার বিষয়টি) কোনও সুস্থ মানসিকতার লক্ষণ নয়।" তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী সেই গরিব মানুষদের জন্যেই বলেছিলেন উৎসবে আসুন.. বলেননি, বিচার ভুলে উৎসবে ফিরুন.. বাংলা আজ বুঝিয়ে দিয়েছে, আইনের কাছে, আদালতের কাছে বিচারের দাবি যেমন থাকবে, তেমনই থাকবে উৎসবের উদ্দীপনা। থাকবে, মাতৃ বন্দনাও। কোনও চক্রান্তেই বাঙালির শ্রেষ্ঠ ইভেন্টকে বলিতে চড়তে দেওয়া যাবে না। জয় মা দুর্গা..।"
এখানেই থেমে থাকেননি তিনি। আরও একটি পোস্ট করে তিনি লেখেন, "প্রথমে ভেবেছিলাম এবার মার্কেটে, মলে, কিংবা পুজোর রাস্তাঘাটে ৬% ভিড় কম হবে। এখন দেখছি সেটুকুও কম হয়নি.. তাহলে কি পরের ভোটে আরও কমবে? কিন্তু জিরোর কম তো........"
উল্লেখ্য, কলকাতা ছাড়াও অন্যান্য জেলার পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন জেলার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তিনি।