• শুভেন্দু ভাইয়ের পুজো উদ্বোধন করবেন রাজ্যপাল, আগামিকালই যাচ্ছেন কাঁথি
    প্রতিদিন | ০৪ অক্টোবর ২০২৪
  • রঞ্জন মহাপাত্র, কাঁথি: পুজো উদ্বোধনে কাঁথি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার বিকেলে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর পুজোর উদ্বোধন করবেন তিনি। শোনা যাচ্ছে, উদ্বোধন শেষে রাতেই কলকাতা ফিরবেন তিনি। এই খবর চাউর হতেই রাজ্যপালকে বিঁধেছেন তৃণমূলের স্থানীয় নেতারা।

    দেবীপক্ষ মানেই পুজো শুরু হয়ে যাওয়া। চারপাশের আবহাওয়া বলছে, বাঙালির সেরা উৎসবের সূচনা ঘটেই গিয়েছে। পথচলতি মানুষজনকে দেখলে তা টের পাওয়া যাচ্ছে বেশ। বুধবার, মহালয়ার দিন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করে উৎসবের উদযাপন বাড়িয়ে তুলেছেন। বুধের পর বৃহস্পতিতেও কলকাতার একাধিক পুজোমণ্ডপ খুলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এরই মাঝে খবর, পুজো উদ্বোধনে কাঁথি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, ওই ক্লাবের পুজোর দায়িত্বে অধিকারী পরিবারের ছেলে তথা সাংসদ সৌমেন্দু।

    শোনা যাচ্ছিল, কেন্দ্রীয় কোনও মন্ত্রীর ওই পুজোর উদ্বোধন করার কথা ছিল। কিন্তু ঘটনাচক্রে তা হয়নি। আর জি কর কাণ্ডের কারণে বাংলার কোনও পুজোর উদ্বোধনেই অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা। জানা গিয়েছে, সেই পুজো উদ্বোধনেই শুক্রবার সকালে দিঘা যাচ্ছেন রাজ্যপাল। দিঘায় নেমে সড়কপথে কাঁথি যাবেন তিনি। রাতেই কলকাতা ফিরবেন। 
  • Link to this news (প্রতিদিন)