• কালিয়াগঞ্জের মেন্ডাই চণ্ডীর পুজোয় থাকে না অসুর
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী দুর্গাপুজোর মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের জোড়া সিংহের পিঠে সওয়ার মা মেন্ডাই চণ্ডী। কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার অঞ্চলের তিলগাঁও এলাকায় এই মন্দিরে ঠিক কবে পুজো শুরু হয়েছিল সঠিকভাবে না জানা গেলেও বাসিন্দাদের দাবি, প্রায় তিনশো বছরের পুরনো। এপ্রসঙ্গে গোসাই রাজবংশী বলেন, পুজোর চারদিন রাতে চণ্ডীমঙ্গল গান হয়। পাঁঠা বলি দেওয়ার রীতি আছে। আগে খরের চালের ঘরে দেবীর পুজো হত। পুজোর কটা দিন গ্রামে নিরামিষ খাওয়া হয়। বড় মণ্ডপ বা আলোকসজ্জা করা হয় না। বাসিন্দাদের কথায়, মানত করলে মা কাউকেই ফিরিয়ে দেন না। গ্রামের মানুষের রক্ষাকর্তা মেন্ডাই চণ্ডী। উদ্যোক্তা শান্তি রাজবংশীর কথায়, মা মেণ্ডাই চণ্ডী চর্তুভুজা রূপে পুজিত হন এখানে। এই চণ্ডী মন্দিরে পুজোর বিশেষত্ব হচ্ছে, একচালা কাঠামোয় মায়ের পাশে লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতী থাকেন। তবে অসুরের স্থান নেই। গ্রামের পুকুর পাড়ে পুরনো গাছগাছালির মাঝে ইটের গাঁথনি দেওয়া টিনের চালাঘরে রয়েছে মেন্ডাই চণ্ডীর থান। দশমীর সন্ধ্যায় মেলার পর শেষ হয় তিলগাঁও গ্রামের পুজো।  মেন্ডাই চণ্ডীর মন্দির।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)