সংবাদদাতা, শীতলকুচি: বুধবার রাতে শীতলকুচি ব্লকের পেটলা নেপড়া গ্রামে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতার নাম রুবিনা খাতুন (১৮)। এদিন বাড়ি থেকেই তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাঁকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবা হাচেন আলি বলেন, মেয়ে মোবাইল বেশি দেখত বলে শাসন করেছিলাম। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, বৃহস্পতিবার দেহটি ময়নাতদন্তের জন্য মাথাভাঙায় পাঠানো হয়েছে।