• বান্ধবীর বাড়িতে আক্রান্ত তরুণী
    বর্তমান | ০৪ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বান্ধবীর বাড়িতে গিয়ে টাকা চুরির প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক তরুণী। মঙ্গলবার রাতে নরেন্দ্রপুর থানার রানিয়া এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, ওইদিন বান্ধবীর ডাকে সেখানে গিয়েছিলেন তরুণী। রাতে সেখানেই ছিলেন তিনি। তরুণী বলেন, আমার মোবাইলের খাপে ছয় হাজার টাকা রাখা ছিল। সকালে উঠে দেখি, টাকা নেই। ওই বাড়িতে আরও কয়েকজন ছিলেন। তাঁদের মধ্যেই কেউ টাকা নিয়েছিলেন। প্রতিবাদ করতেই আমায় মারধর করা হয়। দেওয়া হয় হুমকিও। এই নিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ করেছেন ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)