ঢাকে কাঠি পড়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলার, কবে থেকে শুরু?
আজকাল | ০৪ অক্টোবর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ঘোষণা হয়ে গেল ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিন ঘোষণা করলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়।
সঙ্গে উপস্থিত ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে। গত কয়েকবছরের মতই এবারেও বইমেলা হবে বইমেলা প্রাঙ্গণেই। এদিন সাংবাদিক সম্মেলন থেকেই বুক স্টলের জন্য সমস্ত পাবলিশার্সদের নোটিশ দিয়েছে গিল্ড।
শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। নতুন বছরের ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। ১২ দিন ধরে চলবে এই বইয়ের উৎসব।
বইমেলা প্রাঙ্গন অর্থাৎ করুণাময়ীর মিলন মেলা প্রাঙ্গণে হবে বইমেলা। প্রতিবারের ন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ২৮ জানুয়ারি এই অনুষ্ঠানের সূচনা হবে। ফলে নতুন বছরের শুরুতেই বইপ্রেমীদের জন্য আসছে বইমেলা।
ইতিমধ্যেই সমস্ত পাবলিশার্সদের এবং অন্যান্য দ্রব্যের স্টলের জন্য আবেদনের দিন জানিয়ে দেওয়া হয়েছে গিল্ডের তরফে। প্রতি বছর বইমেলা সাধারণত এই সময়েই হয়ে থাকে। তবে গত বছর কিছুটা এগিয়ে আনা হয়েছিল বইমেলার তারিখ।
গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, 'নির্বাচন এবং পরীক্ষার জন্য গত বছর কিছুটা সময় এগিয়ে আনা হয়েছিল বইমেলার। মেলা জানুয়ারি মাসের শেষের দিকেই হয়। এবার ২৮ জানুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।'
গত বছর মাসের একদম শেষের দিকে বইমেলা ছিল বলে কিছুটা কমে গিয়েছিল বিক্রি। এবার মাসের শুরুর বইমেলা থাকছে। ফলে, সাধারণ মানুষ হাত খুলে বই কিনতে পারবেন বলে মনে করছে কর্তৃপক্ষ।
জানানো হয়েছে, প্রতিদিন বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। রবিবার এবং ছুটির দিনগুলিতে খোলা থাকবে নটা পর্যন্ত। এর আগের বার কলকাতা বইমেলার থিম কান্ট্রি ছিল গ্রেট ব্রিটেন। এবার বইমেলার থিম কান্ট্রি কী হতে চলেছে তা এখনও জানানো হয়নি গিল্ডের তরফে।