• পুজোয় পার্কিং কোথায়? জানাবে কিউআর কোড
    এই সময় | ০৪ অক্টোবর ২০২৪
  • এই সময়: দুর্গাপুজোর সময়ে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে গাড়ি রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েন অনেকেই। তাদের আওতাধীন এলাকায় সেই সমস্যা যাতে না হয়, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বিধাননগর কমিশনারেট। সল্টলেক, নিউ টাউন, বাগুইআটি, কেষ্টপুর, লেকটাউন এলাকায় ঠাকুর দেখতে বেরোনোর আগেই ঘরে বসেই পার্কিংয়ের লটের ঠিকানা জানতে পারা যাবে। সৌজন্যে, কিউআর কোড। সাধারণ মানুষের সুবিধার জন্য বিধাননগর কমিশনারেটের অফিসিয়াল ফেসবুক পেজেও ওই কিউআর কোড পোস্ট করা হয়েছে।কিউআর কোডের নীচে লেখা, ‘ফাইন্ড ইওর পার্কিং স্পট’। বিধাননগর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের এক কর্তা বলেন, ‘গাড়ি চালকদের প্রায় সকলেই এখন স্মার্ট ফোন ব্যবহার করেন। সে কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।’ বিধাননগর কমিশনারেটের কর্তারা আশাবাদী, এই ব্যবস্থায় গাড়ি পার্কিং নিয়ে সমস্যা হবে না।

    ওই কিউআর কোড স্ক্যান করলেই সল্টলেক, নিউ টাউন, কেষ্টপুর, লেকটাউন, বাগুইআটি, কেষ্টপুর, রাজারহাটের পুজো প্যান্ডেলের আশপাশে পার্কিং লটগুলি দেখা যাবে। ইংরেজির ‘পি’ অক্ষর দিয়ে মার্ক করে রাখা হয়েছে পার্কিং লটগুলিকে। সেখানে ক্লিক করেলেই, পার্কিং লট কোন জায়গায়, যে জায়গায় গাড়ি চালক রয়েছেন, সেখানে থেকে ওই পার্কিং লটের দূরত্ব কতটা, আশপাশে ক’টি পুজোর মণ্ডপ রয়েছে, সেখানে কত গাড়ি রাখার জায়গা আছে, সেখানে কত গাড়ি রয়েছে—জানা যাবে সবই।

    সেই সঙ্গে গাড়ি চালকদের সুবিধের কথা মাথায় রেখে দেওয়া থাকবে একটি হেল্পলাইন নম্বরও। গাড়ি চালকদের যাতে সমস্যায় পড়তে না হয়, তার জন্য সব পার্কিং লটেই ট্র্যাফিক পুলিশ থাকবে। দুর্গাপুজোর মণ্ডপের আশপাশে অনেকেই এলোমেলো ভাবে গাড়ি পার্কিং হয়। সেই সমস্যা যাতে না হয় তা দেখার অনুরোধ করেছিলেন বেশ কিছু পুজোর উদ্যোক্তারা।

    এই বিষয়টি মাথায় রেখেই এই বছর পুজো মণ্ডপের আশপাশে গাড়ি রাখা নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন থাকবে বলেই জানিয়েছেন বিধাননগর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের এক কর্তা।
  • Link to this news (এই সময়)