• ভাটপাড়ায় অর্জুনের বাড়ির সামনে বোমাবাজি-গুলি
    এই সময় | ০৪ অক্টোবর ২০২৪
  • ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের ভাটপাড়ার বাড়ি তথা দপ্তর ‘মজদুর ভবন’-এর সামনে দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর অভিযোগ। ঘটনা ঘিরে শুক্রবার তীব্র উত্তেজনা ছড়ায়। অর্জুন পরে সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, তিনি বাড়ির ভিতরে ছিলেন। আচমকাই তাঁর নিরাপত্তারক্ষী এবং কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। চলে গুলিও। তাঁর উপরেও হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁর পায়ে আঘাত লেগেছে। যদিও তা গুরুতর না হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। সে কথাও নিজেই জানিয়ে প্রাক্তন বিজেপি সাংসদ।পুলিশের সামনেই এই সমস্ত কিছু চলেছে বলে অভিযোগ তুলেছেন অর্জুন সিং। স্থানীয়দের দাবি, পরপর বোমার আওয়াজ পান তাঁরা। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়াতে। এলাকাবাসীদের বক্তব্য, এই ঘটনার তাঁরা আতঙ্কে রয়েছেন। তবে অর্জুন এ দিন নিশানা করেছেন রাজ্যের শাসক দলকে। ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতী’-দের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছেন তিনি।

    জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম অবশ্য পাল্টা তোপ দেগেছেন অর্জুন সিংয়ের বিরুদ্ধেই। তিনি বলেন, 'এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। মজদুর ভবনের সামনে কিছু বাড়ি খালি করানোই ছিল অর্জুনের উদ্দেশ্য। আর সে কারণে তিনি নিজেই এই হামলা করিয়েছেন।’ তাঁর আরও অভিযোগ, অর্জুন সিং নিজে গুলি চালিয়েছেন। এই ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) গণেশ বিশ্বাস জানান, তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    যদিও এই প্রথম নয়। এর আগেও ২০২১ সালে অর্জুন সিংয়ের এই বাড়ির সামনেই বোমাবাজির ঘটনা ঘটে। সেই ঘটনার ঘটনার তদন্তের ভার দেওয়া হয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে। এর মাঝেও নানান সময়ে অর্জুনের এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে।
  • Link to this news (এই সময়)