• প্রতারিতদের টাকা ফেরানো শুরু হলো
    এই সময় | ০৪ অক্টোবর ২০২৪
  • এই সময়: প্রায় এক দশক বাদে দুর্গাপুজোর মুখে রোজ ভ্যালি চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরানো শুরু হলো। রোজ ভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটির তরফে বৃহস্পতিবার এই টাকা ফেরানো নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ে হাইকোর্টে। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ সেই রিপোর্ট দেখার পরেই টাকা ফেরানোর ব্যাপারে সবুজ সংকেত দেয়।এ দিন বিকেল থেকেই অনলাইনে টাকা ফেরানো শুরু হয়। আমানতকারীদের তরফে আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানান, এ দিন ৭০৩৪ জন আমানতকারীকে, যাঁদের ১০ হাজার ২০০ টাকা পর্যন্ত প্রাপ্য ছিল, তাঁদের টাকা ফেরানো হয়েছে। এই প্রক্রিয়া চলবে।

    প্রায় এক দশক আগে সারদা কেলেঙ্কারি সামনে আসার পরে রোজ ভ্যালির মতো চিটফান্ডের কার্যকলাপও সামনে আসে। ইডি-সিবিআইয়ের তদন্তে প্রায় ১৫ হাজার কোটি টাকা ওই সংস্থা বাজার থেকে বেআইনি ভাবে তুলেছে বলে স্পষ্ট হয়। ইডি, সেবি-সহ বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি ও রাজ্য ওই সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে।

    হাইকোর্ট সূত্রে খবর, এখনও ইডি ও সেবি-র হেফাজতে রোজ ভ্যালির প্রায় ১২ হাজার কোটি টাকার সম্পত্তি রাখা রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি হোটেল-সহ বহুতল বিক্রির ব্যাপারে হাইকোর্ট অনুমতি দিয়েছে। সেবি-র সাহায্য নিয়ে ওই সব সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা মেটানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
  • Link to this news (এই সময়)