• টানা ১০ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বইবে দমকা হাওয়াও
    আজ তক | ০৪ অক্টোবর ২০২৪
  • বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। অন্তত এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, পুজোর মধ্যেই বৃষ্ট হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

    ঘনাচ্ছে নিম্নচাপ

    হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ ঘনীভূত হতে পারে। 

    ভারী বৃষ্টি কোন কোন জেলায়?

    শুক্রবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারে। শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। 

    নিম্নচাপের বৃষ্টি কমবে কবে?

    হাওয়া অফিস সূত্রে খবর, রবিবারের পর আবহাওয়ার বদল ঘটতে পারে। রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে। সেভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তেমন কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

     পুজোতেও বৃষ্টির ভ্রুকুটি

    আবহাওয়া দফতর জানিয়েছে,  আজ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই।

    উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

    হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবারের পর ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে।

    কলকাতায় কত তাপমাত্রা? 

    হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং ন্যূনতম ৬৯ শতাংশ।

    কেমন থাকবে তাপমাত্রা?

    হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

    মৎস্যজীবীদের জন্য সতর্কতা

    হাওয়া অফিস জানিয়েছে, আজ উত্তর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 
  • Link to this news (আজ তক)